জহিরুল হক,১২আগস্ট,শিলিগুড়ি: অভিযোগের ২৪ ঘন্টার মধ্যেই নিখোঁজ কিশোরীকে পরিবারের হাতে তুলে দিল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।মঙ্গলবার অর্থাৎ ১০ই আগস্ট নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত শীতলা পাড়া থেকে ১৫ বছরের এক কিশোরী নিখোঁজ হয়ে যায়।
অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে অবশেষে বুধবার কিশোরীর পরিবারে পক্ষথেকে নিউ জলপাইগুড়ি থানায় একটি নিখোঁজ সংক্রান্ত লিখিত অভিযোগ দায়ের করো হয়।অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে ২৪ ঘন্টার মধ্য অর্থাৎ বৃহস্পতিবার ভোররাতে ফুলবাড়ি বাজার সংলগ্ন এলাকা থেকে ওই কিশোরী সহ বিশ্বজিৎ রায় নামে এক যুবককে গ্রেপ্তার করে।ধৃত বিশ্বজিৎ এর বাড়ী মাটিগাড়ার বেদবস্তি এলাকায় বলে জানা গেছে।
পরবর্তীতে পুলিশ কিশোরীকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে অভিযুক্ত বিশ্বজিৎ রায় তাকে ফুসলিয়ে নিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করে ।।এই মর্মে কিশোরীর পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপহরণের মামলা করা হয়।বৃহস্পতিবার ধৃত যুবককে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।