ফ্ল্যাশ মিডিয়া নিউজ,৬আগস্ট,বর্ধমান:শুক্রবার সাতসকালে ট্যাঙ্কার থেকে কার্বন ডাই অক্সাইড লিক করার ঘটনায় বিপত্তি বর্ধমানে। আর এই ঘটনায় জাতীয় সড়কের পাশের এলাকায় আতঙ্ক ছড়াল। তবে পুলিশ ও দমকলের তৎপরতায় পরিস্থিতি এল নিয়ন্ত্রণে।
শুক্রবার ভোরে লক্ষ্ণৌ থেকে কলকাতাগামী একটি এস,আই,সি,জি,আই,এলের ট্যাঙ্কার যা কার্বন ডাই অক্সাইডে ভরা ছিল তা লিক হয়ে যায়। বর্ধমানে তেলিপুকুরে প্রশাসনিক ভবনের কাছে জাতীয় সড়কে ট্যাঙ্কারটির পাইপ লাইন আচমকা ব্লাস্ট করে।গোটা এলাকায় গ্যাস ছড়িয়ে পড়ে। আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
আশেপাশের মানুষ ভয়ে দূরে সরে যান। খবর পেয়ে দ্রুত দমকল আর পুলিশ ঘটনাস্থলে আসে। দমকলের দুটি ইঞ্জিন গ্যাস রিলিজ করে গাড়িটিকে নিরাপদ দুরত্বে নিয়ে যায়।পুলিশও দ্রুত কাজে হাত লাগায়।শেষ পর্যন্ত বড় কোন বিপত্তি ঘটে নি।তবে কি কারণে এই ঘটনা ঘটল তার তদন্ত করছে পুলিশ ও দমকল।