শিলিগুড়ি,২০জুন,পরিমল রায়: প্রয়াত সাংবাদিক অঞ্জন বন্দোপাধ্যায় এবং বিশ্বরূপ বসাকের স্মৃতির উদ্যেশ্যে শিলিগুড়ি কানওয়ার ভবনে আয়োজন করা হয় রক্তদান শিবির৷ শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাব এবং ইউনিক ফাউন্ডেশন টিমের যৌথ উদ্যোগে আয়োজন করা হয় রক্তদান শিবির ৷
এদিন শিলিগুড়ি কনওয়ার ভবনে রক্তদান শিবিরে ৭০ইউনিট রক্ত সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নিয়ে রক্তদান শিবির শুরু করা হয়৷ সংগ্রহিত রক্ত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে পাঠানো হবে বলে জানান রক্তদান শিবিরের উদ্যোক্তারা৷
এদিনের এই রক্তদান শিবিরে রক্তদান করে শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের সদস্যরা, ইউনিক ফাউন্ডেশনের সদস্য এবং ডিজিটাল মিডিয়ার সাংবাদিকরা৷ এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের সেক্রেটারি অংশুমান চক্রবর্তী, জয়েন্ট সেক্রেটারি তারক সরকার সহ অন্যান্য সদস্যরা, উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিন সন্দীপ সেনগুপ্ত ও সেচ্ছাসেবী সংগঠনের সদস্য সদস্যরা।