জহিরুল হক,২ আগস্ট,শিলিগুড়ি: শিলিগুড়ি শহর লাগোয়া ফুলবাড়ী জিয়াগঞ্জের কাছে সোমবার সকালে রাস্তায় ওপর এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো জিয়াগঞ্জ এলাকায়। রাস্তার উপর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকেরা নিউ জলপাইগুড়ি থানায় খবর দেন। খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেই মৃত দেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এনজেপি পুলিশ সূত্রে জানা গেছে মৃতের পরিচয় জানার জন্য প্রতিটি থানার পুলিশকে মৃতদেহের ছবি পাঠিয়ে তথ্য জোগাড়ের চেষ্টা চলছে। স্থানীয় বাসিন্দা এবং পুলিশের ধারণা রাতের অন্ধকারে ঐ ব্যক্তি কে কোন গাড়ি চাপা দেওয়াতেই মৃত্যু হয় এই ব্যক্তির। সেই মৃত ব্যক্তি পথে পড়ে থাকায় তার মাথার ওপর দিয়ে গাড়ির চাকা চলে যাওয়ায় তার চেহারা আর বোঝাও যাচ্ছে না বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবুও ঐ ব্যক্তির জামা কাপড় এবং অন্যান্য চিহ্ন সহ তার ছবি বিভিন্ন থানায় পাঠিয়ে এমন কোন ব্যক্তি কোথা থেকেও নিখোঁজ রয়েছে কিনা তার খোঁজ চলছে বলে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে।