শিলিগুড়ি,৯জুন,জহিরুল হক: প্রেমে প্রত্যাখ্যান। আত্মঘাতী যুবক। ঘটনাটি মঙ্গলবার বিকেলে ঘটেছে নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত ফুলবাড়ি বাজার এলাকায় । যুবকের পরিবার সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে শিলিগুড়ির বাসী এক যুবতীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ফুলবাড়ীর বাসিন্দা বছর ২২ এর যুবক সঞ্জয় সরকারের। ফুলবাড়ী বাজারে তার বাবার মুদির দোকান রয়েছে। সঞ্জয়ের আর কয়েক দিন বাদেই সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা ছিল বলে পরিবার সূত্রে জানা গেছে।চাকরির পরীক্ষাও দিয়েছিল সঞ্জয়। কিন্তু হটাতেই প্রেমে ব্যাঘাত ঘটে।
জানা গেছে মঙ্গলবার সঞ্জয়কে ফোনে মেয়েটি এই সম্পর্ক অস্বীকার করায় আত্মহত্যা করে সঞ্জয় সরকার ।এই ঘটনার পর থেকেই পলাতক ঐ যুবতীর গোটা পরিবার।ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ফুলবাড়ী এলাকায়। মৃতদেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। গোটা ঘটনার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।