প্রসেনজিৎ রাহা, ৩০ আগস্ট, মালদা :কুড়ি লক্ষ টাকা নগদ ও ব্রাউন সুগার সহ দার্জিলিং জেলার দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল মালদা থানার পুলিশ। জানা গিয়েছে তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ভিন জেলার গাড়িও।মালদা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে,ধৃতদের নাম, সুরেশ কুমার খারকা ছেত্রী,ওম প্রকাশ দাহাল।
গোপন সূত্রে খবর পেয়ে মালদা থানার পুলিশ রবিবার গভীর রাতে মালদার নবাবগঞ্জ এলাকায় সন্দেহ ভাজন ভাবে ঘোরাঘুরি করা একটি ভিন জেলার গাড়ি থামিয়ে তল্লাশি চালানোর সময় গাড়ি থেকে নগদ কুড়ি লক্ষ টাকা ও ৩১০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে। এর পর গাড়িতে থাকা দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয় ।
মালদা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালদাকে কড়িডর করে দুষ্কৃতীরা এই ব্রাউন সুগার পাচার করছিল। পুলিশের সন্দেহ নগদ টাকা যা উদ্ধার হয়েছে সেগুলো ব্রাউন সুগার কেনার বা বিক্রি করার টাকা। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ।