শিলিগুড়ি, ৩রা জুন,অভিষেক সিনহা:শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানা পুলিশের অভিযানে গ্রেফতার দুই অভিযুক্ত উদ্ধার ব্রাউন সুগার, বুধবার রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করে মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ বাহিনী, অভিযুক্তদের নাম মোহাম্মদ নবী হোসেন এবং মোহাম্মদ রফিক, অভিযুক্তরা মাটিগাড়া বিশ্বাস কলোনির বাসিন্দা।
মাটিগাড়া থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে বুধবার গভীর রাতে গোপনসূত্রে তাদের কাছে খবর আসে টুম্বাজোত এলাকায় দুই ব্যক্তি মাদকসহ অপেক্ষারত। এর পরেই মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ অভিযান চালায় হাতেনাতে ধরা পড়ে যায় দুই অভিযুক্ত তাদের হেফাজত থেকে উদ্ধার হয় আড়াইশো গ্রাম ব্রাউন সুগার। অভিযুক্তরা ওই মাদক কাকে বিক্রির উদ্দেশ্যে অপেক্ষা করছিল অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে তার জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ধৃতদের বৃহস্পতিবার শিলিগুড়ি আদালতে পাঠানো হয়।