শিলিগুরি,২৪ এপ্রিল,প্রসেনজিৎ রাহাঃ গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ বাহিনী শুক্রবার রাতে মাটিগাড়া এলাকাতেই অভিযান চালিয়ে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে তাদের হেফাজত থেকে উদ্ধার করল দুই কেজি ব্রাউন সুগার।
মাটিগাড়া থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে দুষ্কৃতীদের নাম,জাহাঙ্গীর শেখ এবং রাজ্জাক আলী,ধৃতদের বাড়ি কালিয়াচক এবং করণদিঘিতে। মাটিগাড়া থানার অন্তর্গত বাইপাস মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।একটি জাইলো গাড়ি সহ তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেফতার হওয়া দুষ্কৃতীরা ঐ দুই কিলো ব্রাউন সুগার মাটিগাড়া থানা এলাকাতেই বিক্রি করতে এসেছিল বলে জানতে পেরেছে পুলিশ।
তবে ঠিক কাদের কাছে এই ব্রাউন সুগার বিক্রি করতে এসেছিল দুষ্কৃতীরা তা জানতেই অভিযুক্তদের শনিবার শিলিগুড়ি আদালতে তুলে ১০ দিনের রিমান্ডে নেওয়া হবে বলে জানিয়েছে মাটিগাড়া থানার তদন্তকারী অফিসারেরা। উদ্ধার হওয়া দু কেজি ব্রাউন সুগার এর মূল্য প্রায় কোটি টাকা।