প্রসেনজিৎ রাহা,১০আগস্ট,শিলিগুড়ি: আবারও বড় সরো সাফল্য পেলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ক্রেতা সেজে ব্রাউন সুগার কিনতে গিয়ে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল স্পেশাল অপারেশন গ্রুপের অফিসারেরা।
স্পেশাল অপারেশন গ্রুপ সূত্রে জানা গিয়েছে সোমবার রাতে তাদের কাছে গোপন সূত্রে খবর আসে বাগডোগরা এলাকায় ৩ জন দুষ্কৃতী ব্রাউন সুগার বিক্রি করার জন্য একটি স্থানে আসছে। এরপরই স্পেশাল অপারেশন গ্রুপের অফিসারেরা ব্রাউন সুগার কেনার জন্য বাগডোগরায় পৌঁছে যায়। এরপর বাগডোগরার পুলিশকে সাথে নিয়ে বিহার মোর থেকে ঐ তিনজনকে গ্রেপ্তার করে স্পেশাল অপারেশন গ্রুপ।
ধৃতদের নাম দুলাল বর্মন, সুভাষ সিংহ ও শুভঙ্কর বৈদ্য। ধৃতদের কাছ থেকে ৪০ গ্রাম ব্রাউন সুগার পাওয়া যায়, যার বাজার মুল্য ৫০ হাজার টাকা বলে জানা গিয়েছে। আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয়।