জাহিরুল হক, ২৮আগস্ট, শিলিগুড়ি:লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ এক ব্যাক্তিকে গ্রেফতার করলো শিলিগুড়ি ডিটেকটিভ ডিপার্টমেন্ট।শিলিগুড়িকে করিডর করে ভীন রাজ্য নানান অসামাজিক কাজকর্মে লিপ্ত হচ্ছে চোরা চালান কারীরা।গাজা,অস্ত্র,ব্রাউন সুগার মদ, কাঠ এমন কিছু অবৈধ কর্মকান্ড লাগাতার ঘটিয়ে চলছে শহর শিলিগুড়ি ও তার পার্স্ববর্তি অঞ্চলে।
তবে সক্রিয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।মাঝে মধ্যই এমন অসাধু কারবারিরা পুলিশের জালে ধরা পরলেও থেমে নেই তাদের অসাধু এই কারবার।শুক্রবার ফের আরোও একবার লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ এক ব্যাক্তিকে গ্রেফতার করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট।
এদিন গোপন সুত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে জটিয়াকালি মোড় থেকে জিয়াউল শেখ নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করে।তার কাছ থেকে উদ্ধার হয় ১০০ গ্রাম ব্রাউন সুগার।যার বাজার মুল্য প্রায় ৫ লক্ষ টাকা।
পুলিশ সুত্রে জানাগেছে, ধৃত ব্যাক্তি মালদার চাওয়াপাড়ার বাসিন্দা।মালদা থেকে শিলিগুড়িতে ব্রাউন সুগার বিক্রির উদ্যশ্য নিয়ে এসেছিল।তদন্তের স্বার্থে ধৃতকে শনিবার জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে ১০ দিনের পুলিশী রিমান্ডের আবেদন জানানো হবে।