শিলিগুড়ি,২৮মে,প্রসেনজিৎ রাহা: শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ বাহিনী বৃহস্পতিবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালায় গান্ধীনগর এলাকাতে। শিলিগুড়ি পৌরনিগমের ৪২ নম্বর ওয়ার্ডের গান্ধীনগরে দিলীপ রায় নামে ৫৩ বছরের এক ব্যক্তির হেফাজত থেকে উদ্ধার হয় ২৫৩ গ্রাম ব্রাউন সুগার।
ভক্তিনগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে দিলীপ রায় মাটিগাড়া থানা এলাকার বিশ্বাস কলোনির বাসিন্দা। গোপন সূত্রে ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশের কাছে খবর এসেছিল অভিযুক্ত গান্ধীনগর এলাকাতে ওই মাদক বিক্রির উদ্দেশ্যে এসেছিল।
অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে বর্তমানে ভক্তিনগর থানার পুলিশ সেই ব্যক্তির কাছে পৌঁছতে চাইছে যাকে দিলীপ রায় এই মাদক পৌঁছে দিতে এসেছিল। উদ্ধার হওয়া ব্রাউন সুগার এর আনুমানিক বাজার মূল্য ১৫ লক্ষ টাকা। অভিযুক্তকে শুক্রবার জলপাইগুড়ি আদালতে তোলা হবে।