প্রসেনজিৎ রাহা, ৭সেপ্টেম্বর, শিলিগুড়ি: গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এসএসবির 8 নম্বর ব্যাটালিয়নের জাওয়ানরা শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বাগডোগরা থানার অন্তর্গত বিহার মোড় এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল। এই ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে এস এস বি।
ধৃতদের বাগডোগরা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তবে এখনো পর্যন্ত উদ্ধার হওয়া গাঁজার পরিমান ও ধৃত দুই ব্যক্তির নাম জানা যায়নি। তদন্তের স্বার্থের পুলিশ ধৃতদের নাম পরিচয় জানাতে চায়নি। গাঁজা গুলি উত্তর-পূর্ব ভারত থেকে নিয়ে শিলিগুড়ির উদ্দেশ্যে আসছিল অভিযুক্তরা বলে জানিয়েছে এসএসবি।