ফ্ল্যাশ মিডিয়া নিউজ ডেস্ক,৬জুলাই,জলপাইগুড়ি: গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল জলপাইগুড়ি জেলার কোতয়ালি থানার পুলিশ। সোমবার সন্ধ্যায় জলপাইগুড়ি শহর সংলগ্ন গোশালা মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ঐ অভিযুক্তকে। জলপাইগুড়ি জেলার কোতয়ালি থানার পুলিশ জানিয়েছে, ধৃতের নাম তাপস ঘোষ। বাড়ি নদীয়া জেলার নবদ্বীপ এলাকায়। অভিযুক্তের কাছ থেকে প্রায় ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। গাঁজা পাচারে ব্যবহৃত একটি বিলাসবহুল গাড়িও পুলিশ বাজেয়াপ্ত করেছে।
কোতয়ালি থানা সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে পুলিশের কাছে খবর আসে কোচবিহার থেকে এক ব্যক্তি গাঁজা নিয়ে জলপাইগুড়ি হয়ে যাবে। সেই অনুযায়ী সকাল থেকেই পুলিশের একটি দল গোশালামোড় এলাকায় জলপাইগুড়ি-শিলিগুড়ি জাতীয় সড়কে পাচারকারীকে ধরতে অপেক্ষা করতে থাকে।
গাড়িটি সন্ধ্যায় গোশালা মোড়ে আসতেই সেটিকে আটক করে তল্লাশি শুরু করে পুলিশ। গাড়ি থেকে উদ্ধার হয় গাঁজা। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে,এই গাঁজা কোচবিহার থেকে ফারাক্কা নিয়ে যাওয়া হচ্ছিল। জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানান, অভিযুক্তর বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার অভিযুক্তকে তোলা হবে জলপাইগুড়ি আদালতে।এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।