শিলিগুড়ি,১৭জুন,প্রসেনজিৎ রাহা,জহিরুল হক:২৪ ঘণ্টার ব্যবধানে ফের বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এর এনজেপি থানার সাদা পোশাক এর পুলিশ। বুধবার রাতে গোপন সূত্রে পাওয়া এক খবরের ভিত্তিতে ফুলবাড়ি ব্যারেজ পার্শ্ববর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের পাশাপাশি তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম চন্দন রায়, শম্ভু দাস এবং স্বপন রায়। সকলেই জলপাইগুড়ি জেলার বাসিন্দা বলেই জানিয়েছেন শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা।
গৌরব শর্মা জানিয়েছেন গোপন সূত্রের খবরের ভিত্তিতে চালানো অভিযানে প্রায় ১২০ কেজি গাঁজা উদ্ধার হয়। একইসঙ্গে গাঁজা পাচারের ঘটনায় ব্যবহৃত দুটি চারচাকা গাড়িও বাজেয়াপ্ত করে পুলিশ। ধৃতদের বৃহস্পতিবার আদালতে পেশ করা হবে। নিউ জলপাইগুড়ি থানা সূত্রে জানা গিয়েছে এএসআই খগেন বর্মনের কাছে গোপন সূত্রে খবর আসে জলপাইগুড়ি থেকে দুটি ওয়াগনর গাড়িতে করে প্রচুর পরিমাণে গাজা শিলিগুড়ি হয়ে বিহারে যাচ্ছে।
এই খবর পাওয়ার পর খগেন বর্মন বিষয়টি জানান নিউ জলপাইগুড়ি থানার ওসি সমীর তামাং কে। এরপর বিষয়টি নিয়ে উচ্চপদস্থ পুলিশ কর্তাদের সাথে অপারেশনের ছক কষেন ওসি সমীর তামাং। ওসির নির্দেশে সাদা পোশাকের পুলিশ ফুলবাড়ি ব্যারেজ এর কাছে ক্যামোফ্লেজ করে থাকে।
সূত্রের পাওয়া খবর অনুযায়ী সঠিক সময়ে ফুলবাড়ী গ্যারেজের কাছে চলে আসে দুটি ওয়াগনার গাড়ি। তৎক্ষণাৎ অ্যামবুশ অপারেশন। গাড়ি দাঁড় করিয়ে প্রথমেই গাড়িতে থাকা তিনজনকে নিজেদের হেফাজতে নিয়ে নেয় নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ বাহিনী। এরপর গাড়ির বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা চেম্বার থেকে উদ্ধার হয় একের পর এক গাঁজার প্যাকেট।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই বিপুল পরিমাণ গাঁজা বিহারে পাচারের ছক ছিল ধৃতদের। তবে, এই গাঁজা কোথা থেকে নিয়ে আসা হয়েছিল তা এখনও স্পষ্ট নয়। সেক্ষেত্রে তদন্ত জারি রেখেছে পুলিশ। অন্যদিকে, পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা দেখছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশকর্মীরা।