ঋষি চ্যাটার্জী, ১৬সেপ্টেম্বর, শিলিগুড়ি: শিলিগুড়ি মহকুমার মুরালিগঞ্জ থেকে ২০টি মহিষ ও ৫টি গরু সহ গ্রেফতার এক।গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের মুরালিগঞ্জে অভিযান চালায় বিধাননগর ইনভেস্টিগেশন সেন্টারের পুলিশ। এরপর একটি ১৪চাকা লড়ি আটক করে পুলিশ।
সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ওই লড়ি তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ২০টি মহিষ ও ৫টি গরু। এই ঘটনায় ওই লড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম উমর ফারুক। সে বিহারের বীরনগর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।বিধাননগর ইনভেস্টিগেশন সেন্টারের পুলিশ সূত্রে জানা গিয়েছে উদ্ধার হওয়া মহিষ ও গরু ইসলামপুরের দিক থেকে শিলিগুড়ির দিকে নিয়ে যাওয়া হচ্ছিল।
লাইভস্টক পারমিট না থাকা এবং সরকারি আইন কে বুড়ো আঙ্গুল দেখিয়ে গবাদিপশু পরিবহনের অভিযোগে আটক করা হয়েছে ট্রাক এবং গবাদিপশু গুলিকে। বৃহস্পতিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছেন পুলিশ।