পরিমল রায়,৩১জুলাই,শিলিগুড়ি: শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে পালিত হল ভারতীয় সাহিত্যিক মুন্সী প্রেমচাঁদের ১৪১তম জন্ম জয়ন্তী৷ করোনা স্বাস্থ্যবিধি মেনে সাংবাদিকদের নিয়ে প্রতি বছরের মতো এবছরেও পালন করা হল সাহিত্যিকের জন্ম জয়ন্তী ৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের সহ—সভাপতি ইরফান ই আজম, প্রসেনজিৎ রাহা, সহ সম্পাদক তারক সরকার,পরিচালন কমিটির সদস্য সন্দীপ কার্নানি সহ অন্যান্য সদস্যরা৷
ধনপাত রায় শ্রীবাস্তব ভারতীয় সাহিত্যের জগতে মুন্সী প্রেমচাঁদ নামেই পরিচিত৷ তিনি জন্ম গ্রহন করেছিলেন 31 জুলাই 1880 সালের লামহি, বেনারস রাজ্য, ব্রিটিশ ভারতে৷ তিনি একজন ভারতীয় সুবিখ্যাত লেখক ছিলেন ৷ তার জন্য বিখ্যাত আধুনিক হিন্দুস্তানি সাহিত্য। তিনি ভারতীয় উপমহাদেশের অন্যতম খ্যাতিমান লেখক ছিলেন ৷ বিংশ শতাব্দীর প্রথম দিকের অন্যতম হিন্দি লেখক হিসাবে বিবেচিত হন। তিনি মূলত মুন্সী প্রেমচাঁদ, নবাব রায় ছদ্মনামে লিখতেন৷
তিনি “নবাব রায়” ছদ্মনামে লিখতে শুরু করেন, কিন্তু পরবর্তীতে “প্রেমচাঁদ” -এ পরিণত হন৷ মুন্সী একটি সম্মানসূচক উপাধি। একজন উপন্যাস লেখক, গল্পকার এবং নাট্যকার হিসেবে তাকে লেখকদের দ্বারা “উপন্যাস সম্রাট” হিসাবে উল্লেখ করা হয়েছে। তিনি পরলোক গমন করেছিলেন
8 অক্টোবর 1936 সালে৷