শিলিগুড়ি, ৩রা জুন,পরিমল রায়: করোনার স্বাস্থ্যবিধি মেনে শিলিগুড়ির দাগাপুর লোকনাথ মন্দিরে অনুষ্ঠিত হলো ১৩১তম বাবা লোকনাথ এর তিরোধান দিবস এর অনুষ্ঠান ৷ মাস্ক পড়ে, স্যানিটাইজার হাতে ব্যবহার করে এবং শারীরিক দুরত্ব বজায় রেখে দেওয়া হল পুজোর অঞ্জলী৷ করোনা অতিমারীর জন্য রাজ্যে চলছে করোনার শৃঙ্খল ভাঙার জন্য সরচারি নির্দেশ বিধি।এইসময় বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে সাংস্কৃতিক, রাজনৈতীক ও ধর্মিয় অনুষ্ঠান৷ আনা হয়েছে জনসমাগমের ওপরেও কড়াকড়ি।
আর এই কারনেই প্রতি বছরের মত ধুমধাম না করে শুধু নমঃ নমঃ করে পুজো করা হল এবার৷ শারীরিক দূরত্ব বজায় রেখে অঞ্জলি দেওয়ার পাশাপাশি অঞ্জলীর ফুল দেওয়া হল ঝুড়িতে৷ করোনার জন্য প্রসাদ বিতরন হবে না এবার। যারা যে সামগ্রী ঠাকুরের চরণে নিবেদন করছেন সেই সামগ্রী ঠাকুরকে নিবেদন করে তাকেই ফিরিয়ে দেওয়া হয়৷ সব রকমের সতর্কতাঃ নিয়ে এবার দাগাপুর লোকনাথ মন্দির সহ শিলিগুড়ি শহরের বিভিন্ন মন্দিরে পালিত হলো বাবা লোকনাথের তিরোধান দিবস।