শিলিগুড়ি,৩০মে,পরিমল রায়: সেন্টার অব ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন বা সিটু হল বামেদের শ্রমিক সংগঠন৷ রবিবার সিটুর ৫১তম প্রতিষ্ঠা দিবস পালন করা হল শিলিগুড়ি হিলকার্ট রোড স্থিত দার্জিলিং জেলা সিটু কার্যালয়ে৷ সিটু ভারতের একটি জাতীয় স্তরের শ্রমিক সংগঠন৷ সিটুর প্রতিষ্ঠা হয়েছিল ১৯৭০ সালে৷ এটি ভারতের জাতীয় রাজনৈতীক দল সিপিআইএম এর শ্রমিক শাখা৷
বর্তমানে করোনার স্বাস্থ্য বিধি মেনে মাস্ক পড়ে ও শারীরিক দুরত্ব বজায় রেখে ছোটো করে পালন করা হল সিটুর ৫১তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান৷ এদিনের অনুষ্ঠানে সংগঠনের পতাকা উত্তোলন করেন সিটুর নেতা অজয় চক্রবর্তী৷ সঙ্গে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা জীবেশ সরকার, দার্জিলিং জেল সিটু সাধারন সম্পাদক সমন পাঠক সহ অন্যান্য সিটু কর্মী—সমর্থকেরা৷