পরিমল রায়,২আগস্ট, শিলিগুড়ি: ফের চিতা বাঘের আতঙ্ক শিলিগুড়ির বাগডোগরায়। এক মাস পার হতে না হতেই দু-দুবার চিতা বাঘের থাবা বাগডোগরা এলাকায়। সোমবার সকাল দশটা নাগাদ জঙ্গলে ঘাস কাটতে গিয়েছিলেন 50 বছরের শশীবালা রায় নামে এক মহিলা।হঠাৎ চিতা বাঘ হামলে পড়ে তার ওপর। চিতার থাবায় সেই মহিলা সেখানেই লুটিয়ে পড়েন।
মহিলার চিৎকারে আশেপাশে অন্যান্য জঙ্গল সাফাইয়ের কাজে থাকা কর্মীরা ছুটে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় শশীবালা রায় পড়ে রয়েছেন। সেই আহত মহিলাকে উদ্ধার করে প্রথমে বাগডোগরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু মহিলার আঘাত গুরুতর থাকায় তাকে রেফার করে দেওয়া হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে।বর্তমানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছে। অপরদিকে বাগডোগরায় চিতা বেরোনোর খবরে ছড়িয়েছে আতঙ্ক।