Friday, December 1, 2023
Home কলকাতা ভিড় এড়াতে তৎপর মুখ্যমন্ত্রী, বাড়তে পারে ‘দুয়ারে সরকার’ শিবিরের সংখ্যা ও সময়সীমা

ভিড় এড়াতে তৎপর মুখ্যমন্ত্রী, বাড়তে পারে ‘দুয়ারে সরকার’ শিবিরের সংখ্যা ও সময়সীমা

প্রসেনজিৎ রাহা,১৯ আগস্ট, কলকাতা: ‘দুয়ারে সরকার’ প্রকল্পে ব্যাপক সাড়া মিলছে। প্রতিদিন জেলার শিবিরগুলিতে উপচে পড়ছে ভিড়। করোনা বিধির তোয়াক্কা না করে ঠাসাঠাসি করে শিবিরের বাইরে জমায়েত হচ্ছে বহু মানুষের। সেই সমস্যা সমাধানে ‘দুয়ারে সরকারে’র সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রয়োজনে বাড়ানো হতে পারে ক্যাম্পের সংখ্যাও। চলতি বছরের হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের আগে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। তার মধ্যেই ছিল লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পের মাধ্যমে তফশিলি ও আদিবাসী মহিলাদের মাসে ১০০০ টাকা এবং জেনারেল বা সাধারণ মহিলারা মাসে ৫০০ টাকা করে পাবেন।

বিপুল জনসমর্থন নিয়ে তৃতীয়বার ক্ষমতায় আসার পরই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কাজ শুরু করেছিল তৃণমূল সরকার। চলতি মাসের ১৬ তারিখ থেকে জেলায় জেলায় শুরু হয়েছে ‘দুয়ারে সরকার’ শিবির। প্রকল্পের সুবিধা পেতে ভোর রাত থেকেই ক্যাম্পগুলিতে জড়ো হচ্ছেন হাজার হাজার মানুষ।

ভিড়ের চাপে আহত হচ্ছেন বহু মানুষ। এই সমস্যা যাতে না হয়, সেই কারণে পদক্ষেপ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি জানান, লক্ষ্মীর ভাণ্ডারের ব্যাপক সাড়া মিলেছে। মাত্র ৩ দিনেই ৪৬ লক্ষ আবেদনপত্র জমা পড়েছে।

এরপর আমজনতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, “হুড়োহুড়ি করার কোনও প্রয়োজন নেই। এখনও অনেক দিন বাকি রয়েছে। তাই ধীরে সুস্থে আবেদন করুন সকলে। প্রত্যেকে প্রকল্পের সুবিধা পাবেন।” এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন প্রয়োজনে সময় বাড়ানো হবে দুয়ারে সরকার ক্যাম্পের সময়। বাড়ানো হতে পারে শিবিরের সংখ্যাও। এতে সমস্যা মিটবে বলে আশাবাদী আমজনতা।

কোনওভাবে প্রতারকদের ফাঁদে যাতে না পড়েন আবেদনকারীরা তা নিয়ে এদিন ফের সকলকে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই লক্ষীর ভান্ডার এর ফরম ফিলাপের নাম করে বেশ কিছু জেলায় বেশ কয়েকজন টাকা তুলছিল সেই কারণে তাদের কে গ্রেপ্তার করেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

একের পর এক বেআইনি নির্মাণ ভাঙা হচ্ছে শিলিগুড়িতে।

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি ২৫ নভেম্বরঃ ফের অবৈধ নির্মাণ ভেঙে দিল শিলিগুড়ি পুর নিগমএকের পর এক শহরে গজিয়ে ওঠা অবৈধ নির্মাণের বিরুদ্ধে সরব হয়েছে শিলিগুড়ি...

ভয়া*বহ আ*গুন আসানসোলের কুলটি স্টেশনে।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা ২৫ নভেম্বরঃ শনিবার সকালে ভয়াবহ আগুন লেগে গেল আসানসোলের কুলটি স্টেশনে। আসানসোল রেল ডিভিশন সূত্রে দাবি, এই ঘটনায় কোন হতাহতের খবর...

এ এক আশ্চর্য রহস্য! জিপিএস সিগন্যাল হারিয়ে ফেলছে ভারতীয় বিমান!

নিজস্ব সংবাদদাতা, কলকাতা ২৫ নভেম্বরঃ মধ্যপ্রাচ্যের আকাশে জিপিএস সিগন্যাল হারিয়ে ফেলছে ভারতীয় বিমানগুলো, ঘনাচ্ছে রহস্য।এ এক আশ্চর্য রহস্য! মধ্যপ্রাচ্যের আকাশে ওড়ার সময় অনেক ক্ষেত্রেই জিপিএস...

গোষ্ঠীকোন্দল মেটাতে বঞ্চিত’দের কাছে টানলেন মমতা!

নিজস্ব সংবাদদাতা,কলকাতা ২৪ নভেম্বরঃ 'বঞ্চিত’দের কাছে টানলেন মমতা, লোকসভার আগে গোষ্ঠীকোন্দল মেটাতে আসরে তৃণমূল নেত্রী।সামনেই লোকসভা ভোট। তাঁর আগে জেলায় জেলায় কর্মীদের অন্তর্কলহ প্রকাশ্যে...

Recent Comments