প্রসেনজিৎ রাহা,২৬ আগস্ট, শিলিগুড়ি: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে চোলাই মদের কারখানায় হানা দিল জলপাইগুড়ি আবগারি দফতরের কর্মীরা।গোপন সুত্রে জলপাইগুড়ি আবগারি দপ্তর এর কাছে খবর আসে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনজেপি থানা এলাকায় মজুদ রয়েছে প্রচুর চোলাই মদ।
আবগারি দফতর এই খবর পাওয়ার পর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানা পুলিশের সাহায্য নেয়। এর পর ভক্তিনগর এলাকায় চোলাই মদ তৈরীর ডেরাতে অভিযান চালায় আবগারি দপ্তর এবং নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। আবগারি দপ্তর এবং পুলিশের গাড়ি দেখে অভিযুক্তরা পালিয়ে যায়।
তবে ঐ ডেরাতে প্রচুর চোলাই মদ ও নানন সামগ্রী নষ্ট করে আবগারি বিভাগ এবং পুলিশ। এরপর এনজেপি স্টেশন সংলগ্ন এলাকায় হানা দিলে সেখান থেকেও কারবারীরা পালিয়ে যায়। এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে না পারলেও প্রচুর চোলাই মদের সামগ্রী নষ্ট করে আবগারি দফতরের কর্মীরা। আবগারি দপ্তর সূত্রে জানানো হয়েছে এই অভিযান লাগাতার চলবে।