ফ্ল্যাশ মিডিয়া নিউজ ডেস্ক,১৮জুলাই, শিলিগুড়ি: করোনার বিরুদ্ধে লড়াইয়ে ধীরে ধীরে এগোচ্ছে রাজ্য। দৈনিক সংক্রমণ কিছুটা বাড়লেও মৃত্যু কমেছে অনেকটা। তাৎপর্যপূর্ণভাবে গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনায় একজনেরও মৃত্যু হয়নি। রাজ্যজুড়ে একদিনে কোভিডে মৃতের সংখ্যা ৮। শনিবার সন্ধেয় স্বাস্থ্যভবনের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় সর্বাধিক মৃত্যুর সাক্ষি থেকেছে হুগলি। হুগলিতে একদিনে ৩ জনের মৃত্যু হয়েছে। নদিয়ায় মৃত্যু হয়েছে ২ জনের। বাকিরা পশ্চিম বর্ধমান ও উত্তর ২৪ পরগনার বাসিন্দা। রাজ্যের মৃত্যুর হার কমে দাঁড়িয়েছে ১.১৯ শতাংশ। এখনো পর্যন্ত এ রাজ্যে করোনায় মোট মৃত্যু হয়েছে ১৭ হাজার ৯৮৮ জনের।
স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৮৯৯ জনের। যা গত কয়েকদিন তুলনায় বেশকিছুটা বেশি। সবচেয়ে বেশি সংক্রমিতের হদিশ মিলেছে দার্জিলিংয়ে। একদিকে আক্রান্ত হয়েছেন ৮৯ জন। পর্যটনস্থল গুলিতে যেভাবে ভিড় বাড়ছে। তা নিয়ে চিন্তায় প্রশাসন। সংক্রমণ রুখতে ইতিমধ্যে একাধিক কড়া নিয়ম জারি করা হয়েছে সেখানে। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা, ৮৮ জন। কলকাতায় একদিনে করোনা সংক্রমিত হয়েছেন ৬২ জন। ফলে এদিন রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লক্ষ ১৭ হাজার ৩৮০ জন। তাঁদের মধ্যে মাত্র ১৩ হাজার ৩৩৩ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
রাজ্যে পজিটিভিটির হার দাঁড়িয়েছে ১.৫৮ শতাংশ।ইতিমধ্যে এ রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ১৪ লক্ষ ৮৬ হাজার ৫৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৪২ জন। সর্বাধিক কোভিডজয়ীর হদিশ মিলেছে উত্তর ২৪ পরগনায়। একদিনে সেখানে সুস্থ হয়েছেন ১১১ জন। ফলে রাজ্যে সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৭.৯৪ শতাংশ।রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি
শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন এলাকায় বিগত ২৪ ঘন্টায় মাত্র ২১ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। কিছুদিন আগেও শিলিগুড়ি শহরেই দৈনিক শতাধিক মানুষ করোনা আক্রান্ত হতেন। অপরদিকে গত ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের জেলায় জেলায় বেড়েছে সুস্থতার হার। উত্তরবঙ্গের কোনো জেলাতেই করোনায় মৃত্যুর ঘটনা ঘটেনি।
জলপাইগুড়ি জেলায় ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬০ জন। দার্জিলিং জেলায় গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৮৭ জন। আলিপুরদুয়ার জেলায় গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৩ জন। কোচবিহার জেলায় সুস্থ হয়েছেন ৫৭ জন। কালিংপং জেলায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭জন। উত্তর দিনাজপুর জেলায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন।দক্ষিণ দিনাজপুরে ১১ জন ও মালদায় ৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
অপরদিকে শিলিগুড়ি মহকুমার মাটিগাড়ায় আক্রান্তের সংখ্যা ৮ জন। ফাঁসিদেওয়াতে ১ জন। নকশালবাড়িতে করোনায় আক্রান্ত হয়েছে ৭ জন।
ফ্ল্যাশ মিডিয়া নিউজ এর তরফ থেকে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ মাস্ক ব্যাবহার ও শারীরিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি স্যানিটাইজার ব্যাবহার করা ভূলে যাবেন না,এই তিনটি সতর্কতা মূলক ব্যবস্থাই আপনাকে বাঁচাবে করোনা সংক্রমণের হাত থেকে।