ধূপগুড়ির,২২জুন,জনার্দন রায়: সাতসকালেই দূর্ঘটনা। মঙ্গলবার সকালে ধূপগুড়ির জলঢাকার কাছে রানীরহাট মোড় সংলগ্ন এলাকায় বাইকের পিছনে ধাক্কা ডাম্পারের। দূর্ঘটনায় গুরুতর আহত দুই যুবক । তাদের মধ্যে জলপাইগুড়ি নেওয়ার পথে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। দুজনেই ময়নাগুড়ির কালামাটি এলাকার বাসিন্দা।
জানা গেছে গত কাল ধূপগুড়ির ময়নাতলি এলাকায় আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যোগদান করতে এসেছিলো তারা। এরপর আজ সকালবেলা তারা বাড়ি ফিরছিলো। সেই সময় জলঢাকা ব্রিজ সংলগ্ন এলাকায় মটর বাইকটিকে পিছন থেকে ধাক্কা মেরে পালিয়ে যায় একটি ডাম্পার। বাইক থেকে ছিটকে পড়ে যায় দুই বাইক আরোহী । এরপর গুরুতর আহত দুজনকে রাস্তায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দারা ময়নাগুড়ি থানায় এবং ধূপগুড়ি দমকল কর্মীদের খবর দিলে তারা এসে তাদের উদ্ধার করে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যায়। দুজনের অবস্থাই আশংকাজনক হওয়ায় তাদেরকে ধূপগুড়ি থেকে জলপাইগুড়ি স্থানান্তরিত
করা হয়। কিন্তু জলপাইগুড়ি নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় এক জনের। মৃত যুবকের নাম তরুণ রায় বয়স ২২।
ঘটনাস্থলে ময়নাগুড়ি থানার পুলিশ পৌঁছলে তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয়রা, তাদের অভিযোগ এর আগেও এই জলঢাকা সেতু সংলগ্ন এলাকায় বেপরোয়া পাথরবোঝাই ডাম্পারের সঙ্গে বিয়ে বাড়ির গাড়ির সংঘর্ষে ১৪ জনের মৃত্যু হয়েছিলো। আজ ফের বেপরোয়া ডাম্পার বাইকে পেছন থেকে ধাক্কা মারায় একজনের মৃত্যু এবং একজন গুরুতর আহত হন। অথচ তারপরেও কমেনি ওভারলোডিং ডাম্পারের দৌরাত্ম্য।