শিলিগুড়ি,২৪মে,পরিমল রায়: করোনা অতিমারীর দ্বিতীয় ঢেউয়ের আবহে রাজ্যে চলছে লকডাউন৷ জরুরী প্রয়োজন ছাড়া বাইরে বেরহতে পাছছে না মানুষ৷ এই দিনগুলতে বন্ধ গনপরিবহন সহ বিভিন্ন ব্যবসায়ীক প্রতিষ্টান, মার্কেট, কমপ্লেস্ক্স ৷
যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে সাধারন মানুষের কথা ভেবে দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় সামগ্রী বেচা—কেনার জন্য সময় নির্ধারন করে দেওয়া হয়েছে সকাল ৭থেকে ১০টা৷ এই দিনগুলোতে করোনা অতীমারীর জন্য গোটা দেশে দেখা দিয়েছে অর্থনৈতীক সংকট ৷ অনেক মানুষ হারাচ্ছে তাদের কাজ৷ সংসারে দেখা দিয়েছে অভাব অনটন৷ অনেক মানুষ সংসার চালানোর জন্য বদলেছে তাদের পেশা ৷ এইসময় লকডাউনের কারনে অনেক মানুষ তাদের পুরনো পেশা ছেড়ে নতুন পেশা ধরেছে৷ কেউ কাপড়ের দোকান বন্ধ হয়ে যাওয়ার জন্য শুরু করেছে পানের ব্যবসা, কেউবা মাস্ক, স্যানিটাইজারের ব্যবসা৷ কেউবা ফুচকার দোকান বাদ দিয়ে শুরু করেছে ফলের ব্যবসা৷
ব্যবসায়ীরা জানিয়েছেন, জীবন জীবিকার লড়াইয়ে কিছু তো করে খেতে হবে তাই করোনা আবহে সরকারি লকডাউনের নিয়ম ও স্বাস্থ্যবিধি মেনে কাজ করে খেয়ে পড়ে বেচেঁ থাকার লড়াই করছেন তারা৷ এক পেশা ছেড়ে অন্য পেশায় যুক্ত হয়ে জীবিকা নির্বাহ করা অনেকটাই সমস্যার তবুও নতুন পেশায় নিজেকে মানিয়ে নিয়ে লকডাউনের দিনগুলোতে উপার্জনের আশায় দোকান খুলছেন তারা৷