শিলিগুড়ি,২৭মে,ডেস্ক রিপোর্ট ফ্ল্যাশ মিডিয়া নিউজ: করোণার পর এবার ব্লাক ফাঙ্গাস পশ্চিমবঙ্গের জন্য চিন্তার কারণ। করোণা মা নেই যে মৃত্যু নয় তার প্রমাণ মিলছে প্রতিদিন।প্রতিদিন হাজার হাজার মানুষ সুস্থ হয়ে ফিরছেন বাড়িতে। মৃত্যুর হার আগের মত থাকলেও, প্রতিদিনই সুস্থতার হারও বাড়ছে।সরকারী এবং বেসরকারী হাসপাতাল নার্সিং হোম গুলিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আপরান প্রয়াসের ফল এই সুস্থতা।
কিন্তু ব্ল্যাক ফাঙ্গাস এখন নতুন করে চিন্তা বাড়াচ্ছে চিকিৎসক মহলকে। রাজ্যের বিভিন্ন জেলা থেকেই এই রোগের খবর মিলছে। ইতিমধ্যেই ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে রাজ্যে কয়েক জনের মৃত্যু ঘটেছে। রাজ্যে এখন ব্ল্যাকফাঙ্গাসে আক্রান্ত রয়েছেন অনেকেই। আবার অনেকের মধ্যে রয়েছে সন্দেহজনক ওই রোগের লক্ষণ। পাশাপাশি করোনা এখোনো সংক্রমণ ছড়িয়ে যাচ্ছে রাজ্যজুড়ে। তবে সংক্রমিতের সংখ্যার পাশাপাশি
বিগত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে সুস্থতার হার বেশ ভালো, চিকিৎসকেরা করোনা রোগীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন, করোণা আক্রান্ত হবার পর থেকে খোশমেজাজে থাকা এবং চিকিৎসকদের পরামর্শ মেনে ওষুধ খাবার নির্দেশ দিয়েছেন তারা, করোণা মানেই মৃত্যু নয়, তা আশঙ্কাজনক এবং প্রবীণ করোনা রোগীদের মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনে বুঝিয়ে দিয়েছেন চিকিৎসকরা।গোটা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে এটা ঠিক, কিন্তু ঠিক পাল্লা দিয়ে বাড়ছে সুস্থতার সংখ্যাও, বিগত দশ পনেরো দিনে বাংলায় দৈনিক শতাধিক মানুষের মৃত্যু ঘটেছে, অপরদিকে হাজার হাজার মানুষ সুস্থ হয়েও ফিরেছেন বাড়িতে।
এবার জেনে নেওয়া যাক গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কতজন সুস্থ হয়ে বাড়ি গিয়েছেন। জলপাইগুড়ি জেলায় ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪১৮ জন। জলপাইগুড়ি জেলায় মৃত্যু হয়েছে ০৯ জনের।দার্জিলিং জেলায় গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৬৪৯ জন।মৃত ৪ । আলিপুরদুয়ার জেলায় গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৫৯ জন। কোচবিহার জেলায় সুস্থ হয়েছেন ২৩১জন। মৃত্যুর সংখ্যা ১জনের। কালিংপং জেলায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৯ জন। উত্তর দিনাজপুর জেলায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০৬ জন। মৃত ৪ । দক্ষিণ দিনাজপুরে ১৫৪জন।মৃত ৫। মালদায় জন এখনো পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন২২৫ জন। মালদায় কোন মৃত্যুর খবর নেই।হাজারো এই সুস্থতার মাঝে আমরা হারালাম বিগত ২৪ ঘন্টায় ১৫৩ জন রাজ্যবাসী কে। এবং রাজ্যে বিগত ২৪ ঘন্টায় মোট আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ২২৫ জন।
শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন এলাকায় গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৩০৬ জন। মাটিগাড়ায় আক্রান্তের সংখ্যা ১১৫ । ফাঁসিদেওয়ায় আক্রান্তের সংখ্যা ২৭ । খড়িবাড়িতে বিগত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ২৪ জন। নকশালবাড়িতে করোনায় আক্রান্ত হয়েছে ৭৮জন।বিগত ২৪ ঘন্টায় দার্জিলিং জেলায় সুস্থ হয়ে বাড়ি গিয়েছেন ৬৪৯ জন।
ফ্ল্যাশ মিডিয়া নিউজ এর তরফ থেকে আপদের প্রত্যেকের কাছে অনুরোধ কোন রকম শারীরিক সমস্যা হলেই চিকিৎসকের পরামর্শ নিন। পরীক্ষা করিয়ে নিন করোনার। অবহেলা একদম নয়। অবশ্যই ব্যবহার করতে হবে মাস্ক।আর শারীরিক দূরত্ব এবং স্যানিটাইজার বাঁচাবে সংক্রমণের হাত থেকে।