শিলিগুড়ি,১৭মে,সুস্মিতা সাহা বিশ্বাস:করোণা মানেই মৃত্যু নয়। তার প্রমাণ মিলছে প্রতিদিন।প্রতিদিন হাজার হাজার মানুষ সুস্থ হয়ে ফিরছেন । মৃত্যুর হার আগের মত থাকলেও, প্রতিদিনই সুস্থতার হারও বাড়ছে।বিগত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে সুস্থতার হার বেশ ভালো, চিকিৎসকেরা করোনা রোগীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন, করোণা আক্রান্ত হবার পর থেকে খোশমেজাজে থাকা এবং চিকিৎসকদের পরামর্শ মেনে ওষুধ খাবার নির্দেশ দিয়েছেন তারা, করণা মানেই মৃত্যু নয়, তা আশঙ্কাজনক করোনা রোগীদের মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনে বুঝিয়ে দিয়েছেন চিকিৎসকরা।
গোটা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে এটা ঠিক, কিন্তু ঠিক পাল্লা দিয়ে বাড়ছে সুস্থতার সংখ্যাও, বিগত দশ দিনে বাংলায় দৈনিক শতাধিক মানুষের মৃত্যু ঘটেছে, অপরদিকে হাজার হাজার মানুষ সুস্থ হয়েও ফিরেছেন বাড়িতে। সরকারি চিকিৎসা কেন্দ্রে এবং বেসরকারি চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা করিয়ে, তবে করোনার লক্ষণ ধরা পড়ার সাথে সাথেই চিকিৎসকদের পরামর্শ নেওয়া উচিত বলেই বারবার অনুরোধ করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। এছাড়া করোণা পরীক্ষার ওপরেও বাড়তি নজর দেওয়ার কথা বলেছেন তারা। এবার জেনে নেওয়া যাক গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কতজন সুস্থ হয়ে বাড়ি গিয়েছেন। জলপাইগুড়ি জেলায় ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬১ জন। দার্জিলিং জেলায় গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫৮৯জন। আলিপুরদুয়ার জেলায় গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১১০ জন। কোচবিহার জেলায় সুস্থ হয়েছেন ২৪০ জন। কালিংপং জেলায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৯ জন। উত্তর দিনাজপুর জেলায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫৬ জন। দক্ষিণ দিনাজপুরে১৭১ জন। মালদায় ৩৫৩ জন এখনো পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।তবে হাজারো এই সুস্থতার মাঝে আমরা হারালাম বিগত ২৪ ঘন্টায় ১৪৭জন রাজ্যবাসীকে। এবং বিগত ২৪ ঘন্টায় রাজ্যে মোট আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ১১৩ জন। তবে আগের থেকে এখন সুস্থতার হার অনেকটাই বেড়েছে দেশের পাশাপাশি রাজ্যও।