ফ্ল্যাশ মিডিয়া নিউজ ডেস্ক,২৬জুন,শিলিগুড়ি: মাসখানেকের উপর কড়া বিধিনিষেধের সুফল। করোনাকে হারানোর লক্ষ্যে এগিয়ে চলেছে বাংলা। শুক্রবারের পরিসংখ্যানেও রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা দু’হাজারের নিচেই। একটা সময় সক্রিয় রোগীর সংখ্যা হু হু করে বাড়তে থাকায় হাসপাতালে বেড পাওয়া কিংবা অক্সিজেন সংকটের কারণে নাজেহাল হতে হয়েছিল রাজ্যবাসীকে, সেই পরিস্থিতির অনেকটাই উন্নতি ঘটেছে। প্রতিদিনই একটু একটু করে কমছে অ্যাকটিভ রোগীর সংখ্যা।
শুক্রবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনার কবলে পড়েছেন ১,৯৩৩ জন। এর মধ্যে শহর কলকাতায় একদিনে আক্রান্ত কমে ১৯০ জন। কয়েক সপ্তাহ আগেই যে সংখ্যাটা ছিল দৈনিক ৩ হাজারেরও বেশি। সংক্রমণের নিরিখে শুক্রবার অবশ্য ফের তিলোত্তমাকে ছাপিয়ে গেল উত্তর ২৪ পরগনা। একদিনে উত্তর ২৪ পরগনায় ২৩৭ জনের শরীরে মারণ ভাইরাসের হদিশ মিলেছে। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে সংক্রমিতের সংখ্যা ১১২। হাওড়া ও হুগলিতে একদিনে আক্রান্ত হয়েছে যথাক্রমে ১১৩ ও ১১২ জন। তবে এখনও উদ্বেগে রাখছে রাজ্যের অন্যতম আকর্ষণীয় পর্যটনস্থল দার্জিলিং। ২৪ ঘণ্টায় ১৬৭ জন করোনা পজিটিভ হয়েছেন দার্জিলিং এ। ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৪ লক্ষ ৯১ হাজার ২১৯ জন।
শুক্রবার করোনা ভাইরাসের বলি হয়েছেন ৩৫ জন। এখনও পর্যন্ত রাজ্যে ১৭ হাজার ৫৫১ জনের মৃত্যু হয়েছে কোভিড-১৯-এ।তবে করোনা ভাইরাসের সঙ্গে লড়াইয়ে আশার আলো দেখাচ্ছেন কোভিডজয়ীরাই। গত ২৪ ঘণ্টাতেই যেমন সুস্থ হয়ে উঠেছেন ১,৯৭৫ জন। এ নিয়ে মোট ১৪ লক্ষ ৫১ হাজার ৪৩৭ জন করোনা থেকে মুক্ত হয়েছেন।
বর্তমানে সুস্থতার হার ৯৭.৩৩ শতাংশ। বর্তমানে করোনায় চিকিৎসাধীন ২২ হাজার ২৩১ জন। করোনা রোগী চিহ্নিত করতে চলছে টেস্টিংও। রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৫৫ হাজার ৫৫৭ জনের। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন এলাকায় বিগত ২৪ ঘন্টায় মাত্র ৪৩ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। কিছুদিন আগেও শিলিগুড়ি শহরেই দৈনিক তিন শতাধিক মানুষ করোনা আক্রান্ত হতেন।
অপরদিকে গত ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের জেলায় জেলায় বেড়েছে সুস্থতার হার। কমেছে করোণায় মৃত্যুর সংখ্যা। জলপাইগুড়ি জেলায় ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১৮ জন। গত ২৪ ঘন্টায় জলপাইগুড়ি জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ জনের। দার্জিলিং জেলায় গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৪৭ জন।মৃত ২ । আলিপুরদুয়ার জেলায় গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩৭ জন। মৃত্যু হয়েছে ২জনের।কোচবিহার জেলায় সুস্থ হয়েছেন ৮৭ জন। কালিংপং জেলায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন।এই দুই জেলায় গত ২৪ ঘন্টায় কোনো মৃত্যুর খবর নেই। উত্তর দিনাজপুর জেলায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯ জন। উত্তর দিনাজপুর জেলায় কোন মৃত্যুর খবর নেই।দক্ষিণ দিনাজপুরে ২০ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে দক্ষিণ দিনাজপুর জেলায় মৃত্যু হয়েছে একজনের। মালদায় ১৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন গত ২৪ ঘন্টায়। মালদা জেলাতেও কোন মৃত্যুর খবর নেই গত ২৪ ঘন্টায়।
অপরদিকে শিলিগুড়ি মহকুমার মাটিগাড়ায় আক্রান্তের সংখ্যা ১৩ জন। ফাঁসিদেওয়ায় আক্রান্তের সংখ্যা ০৩ জন। খড়িবাড়িতে বিগত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ০৩ জন। নকশালবাড়িতে করোনায় আক্রান্ত হয়েছে ১৩ জন।
ফ্ল্যাশ মিডিয়া নিউজ এর তরফ থেকে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, মাস্ক ব্যাবহার ও শারীরিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি স্যানিটাইজার ব্যাবহার করা ভূলে যাবেন না,এই তিনটি সতর্কতা মূলক ব্যবস্থাই আপনাকে বাঁচাবে করোনা সংক্রমণের হাত থেকে।