ফ্ল্যাশ মিডিয়া নিউজ,২৬জুন, শিলিগুড়ি : মাদক বিরোধী অভিযান অব্যহত রাজ্য পুলিশের। শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এলাকার বিভিন্ন থানার পুলিশের পাশাপাশি মাদক বিরোধী অভিযান শুরু করেছে দার্জিলিং জেলা পুলিশের প্রতিটি থানা।শুক্রবার মাদক বিক্রির অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করল খড়িবাড়ি থানার পুলিশ। ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫০ গ্রাম ব্রাউন সুগার।
গোপন সূত্রের খবরের ভিত্তিতে নেপাল সীমান্তের পানিট্যাঙ্কির রামধানজোত এলাকায় অভিযান চালায় পুলিশ। খড়িবাড়ি থানার বিশাল পুলিশবাহিনী স্থানীয় অরুণ বর্মনের বাড়িতে হানা দিয়ে ঐ বাড়িতেই তল্লাশি চালিয়ে ৫০ গ্রাম ব্রাউন সুগার ও একটি ইলেকট্রনিক তুলাযন্ত্র উদ্ধার করে পুলিশ। ওই বাড়িতে মাদক বিক্রি করা হয় বলে পুলিশের কাছে খবর ছিল। মাদক বিক্রির অভিযোগে পুলিশ অরুণ বর্মণ ও তার স্ত্রী রত্না বর্মনকে গ্রেপ্তার করে। ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠিয়ে তদন্তের স্বার্থে ধৃত দম্পতিকে পুলিশি রিমান্ডে নেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে এই চক্রে আরো বেশ কয়েকজন জড়িয়ে রয়েছে। তাদের কাছে পৌঁছতেই ধৃতদের জিজ্ঞাসাবাদ করতে চায় খড়িবাড়ি থানার পুলিশ। দার্জিলিং জেলা পুলিশের রুরাল ডিএসপি অচিন্ত্য জানিয়েছেন প্রতিটি থানা এলাকায় চলছে মাদক বিরোধী অভিযান। ড্রাগস মুক্ত দার্জিলিং জেলা আমজনতাকে উপহার দিতেই এই উদ্যোগ নিয়েছে দার্জিলিং জেলা পুলিশ।