শিলিগুড়ি,২৩ এপ্রিল, প্রসেনজিৎ রাহাঃ PPE কিট পড়ে পায়ের কাছে হুমড়ে পড়ছে এক যুবক। হাত জোড় করে অনুরোধ করছেন মাস্ক পড়ুন। হ্যাঁ, এমনই এক বিরল দৃশ্য দেখা গেল শুক্রবার সকালে শিলিগুড়ি বিধান মার্কেটে। পিপিকিট, মাস্ক, গ্লাভস, ফেস সিল্ডঃ পরিহিত এক যুবক খুঁজে খুঁজে মাস্ক না পড়া মানুষদের পায়ের কাছে হুমড়ে পড়ছেন।পা ধড়ে হাতজোড় করছেন, আর বলছেন মাস্ক পড়ুন।
প্রতিদিন হুহু করে বাড়ছে করোনা সংক্রমনের হার। করোনায় লাগাম টানতে শিলিগুড়ির ব্যবসায়ী সংগঠনগুলো ইতি মধ্যেই সিদ্ধান্ত নিয়েছে মাস্ক ছাড়া গ্রাহকদের কোনো সামগ্রী বিক্রি করবেন না বিক্রেতারা। পাশাপাশি শহরের বেশ কিছু বানিজ্যিক প্রতিষ্ঠান ও ‘মাস্ক ছাড়া কোনো পরিষেবা দেবেন না’ তা জানিয়ে দিয়েছেন তাদের ক্রেতাদের। ইতিমধ্যে শহর জুড়ে বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন শিলিগুড়িবাসীর মধ্যে সচেতনতা গড়ে তুলতে নানান উদ্যোগ নিয়েছে ।
শুক্রবার শিলিগুড়ি বিধান মার্কেট ব্যাবসায়ী সমিতি ও একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শহরে বিধান মার্কেটে ক্রেতা ও বিক্রেতাদের সচেতনতা বার্তা দিতে এক অভিনভ পন্থার পথ নেয়। এদিন তারা মাস্ক বিহীন ক্রেতা ও বিক্রেতাদের পায়ে পড়ে মাস্ক পরে বাড়ির বাইরে বের হওয়ার আহবান জানান । পায়ে পড়ে মাস্ক বিহীন মানুষদের সচেতন করতে এই অভিনব প্রচেষ্টার মাধ্যমে সকলের কাছে মাস্ক পরার অনুরোধ করেন তারা এবং এর পাশাপাশি স্বাস্থ্য বিধি মেনে চলুক সকলে এই আবেদনও করা হয় আজকের এই শিবির থেকে।সাধারন মানুষকে মাস্ক পড়তে বাধ্য করতেই এই অভিনব উদ্যোগ নিলো শিলিগুড়ি বিধান মার্কেট ব্যাবসায়ী সমিতি।