শিলিগুড়ি,১৯জুন,ফ্ল্যাশ মিডিয়া নিউজ ডেস্ক: প্রতিদিনই জলপাইগুড়ি জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। রাজ্যের বিভিন্ন জেলাতে করোণা আক্রান্তের সংখ্যা কমলেও রেহাই পাচ্ছেনা জলপাইগুড়ি। কড়া বিধিনিষেধের মাঝেও যেটুকু সময় দোকানপাট খোলা থাকছে সেই সময় বাড়ছে ভিড়। আর সেই কারণেই সংক্রমণ রুখতে এবার জলপাইগুড়ি শহরের ভিড় এলাকার বাজারগুলিকে পৃথক করার উদ্যোগ গ্রহণ করল জলপাইগুড়ি পুরসভা।
শনিবার পুর কর্তৃপক্ষ ও জলপাইগুড়ি কতোয়ালী থানার পুলিশ মিলে দিনবাজারে বিভিন্ন বাজারগুলিকে পৃথকীকরণের উদ্যোগ গ্রহণ করে। শনিবারের এই অভিযানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির পুর প্রশাসক সৈকত চ্যাটার্জী, জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি অর্ঘ্য সরকার সহ অন্যান্যরা জনপ্রতিনিধিরা।
সৈকত বাবু বলেন, জলপাইগুড়িতে এখনো সংক্রমণের হার যথেষ্ট রয়েছে। তাই সে দিক থেকে চিন্তা করেই বাজারগুলিতে যে হারে ভিড় বাড়ছে তা সত্যিই চিন্তার বিষয়। তাই পুরসভা ও প্রশাসন মিলে শহরের দিনবাজার সবজি, ফল প্রভৃতি বাজারগুলিকে পৃথকীকরণ করা হলো। পাশাপাশি শহরের অন্যান্য বাজারগুলির ভিড় কমানোর জন্য এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান সৈকত বাবু।