অভিষেক সিনহা,৮আগস্ট,শিলিগুড়ি: শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিটেকটিভ ডিপার্টমেন্ট এবং স্পেশাল অপারেশন গ্রুপ শিলিগুড়ি শহরে আবারও বড় সরো সাফল্য পেলো ড্রাগসের বিরুদ্ধে অভিযান চালিয়ে। শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা জানিয়েছেন গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ডিটেকটিভ ডিপার্টমেন্ট এবং স্পেশাল অপারেশন গ্রুপ শিলিগুড়ি থানার অন্তর্গত রবীন্দ্রনগর এলাকায় একটি গুদামে অভিযান চালায়।
শিলিগুড়ি পৌরনিগমের 21 নম্বর ওয়ার্ডের মানিক ব্যানার্জি সরণি এলাকার ওই গুদামে অভিযান চালিয়ে ডিটেকটিভ ডিপার্টমেন্ট এবং স্পেশাল অপারেশন গ্রুপ প্রচুর পরিমাণে কফ সিরাপ এবং নেশার ওষুধ বাজেয়াপ্ত করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ঘটনায় দীপক পাল এবং গণেশ সাহা নামে দুজনকে গ্রেপ্তার করেছে ডিটেকটিভ ডিপার্টমেন্ট এবং স্পেশাল অপারেশন গ্রুপ।
ডিটেকটিভ ডিপার্টমেন্ট সূত্রে জানা গিয়েছে প্রায় 1300 টি কফ সিরাপ উদ্ধার হয়েছে এবং 10000টি নেশার ট্যাবলেট এই অভিযানে উদ্ধার হয়েছে। অভিযুক্তদের রবিবার শিলিগুড়ি আদালতে তোলা হয়, এই চক্রে আরো কেউ জড়িয়ে রয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে স্পেশাল অপারেশন গ্রুপ এবং ডিটেকটিভ ডিপার্টমেন্ট।