শিলিগুড়ি,৫ জুন,তনময় চক্রবর্তী:ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের তরফে বৃক্ষরোপণ।পরিবেশ দিবস উপলক্ষে ডাবগ্রাম ফুলবাড়ী ব্লকের মধ্য হাতিয়াডাঙ্গার বিশ্ব বন্ধু মাঠে শনিবারে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ২০০টি বৃক্ষরোপণ করা হয়। পাশপাশি বৃক্ষ বিতরণ করে ছোট খুদেদের মাস্ক দাওয়া হয়।করোনা পরিস্থিতি গোটা বিশ্বে অক্সিজেন এর সঙ্কট দেখা দিয়েছে সেই কারণে এই বৃক্ষরোপনের উদ্যোগ নেওয়া হয় বলে জানা গিয়েছে।
শনিবারে ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেস যুব সভাপতি কিশোর মন্ডল বলেন,গাছ কাটা বা গাছের সংখ্যা কমে যাওয়ার কারণে অক্সিজেন এর সঙ্কট দেখা দিয়েছে। আরো বেশি করে গাছ লাগানো হবে। আগামী দিনে মানুষের পাশে ও সাথে থেকে ডাবগ্রাম ফুলবাড়ি ব্লকের বিভিন্ন এলাকায় এবং রাস্তায় গাছ লাগাবো ও রক্ষণাবেক্ষণ করার পাশাপাশি পরিবেশের যাতে যত্ন নেওয়া হয় সেই বিষয়ে আমরা উদ্যোগী হব।আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক তৃনমূল
যুব সম্পাদক গৌতম সাহা ও যুব তৃণমূল অঞ্চল সভাপতি বুলন সাহা, ডাবগ্রাম 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুধা সিংহ চ্যাটার্জী,জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক স্বপন কর্মকার, সহ দলের কর্মীরা।