জহিরুল হক,৭আগস্ট,শিলিগুড়ি: শিলিগুড়ি শহরে বেআইনিভাবে মদ মজুদ এবং বিক্রির বিরুদ্ধে অব্যাহত পুলিশের অভিযান।ফের একটি বাড়িতে অভিযান চালিয়ে দেশী বিদেশী মদ সহ এক ব্যাক্তিকে গ্রেপ্তার করলো শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এর এন জে পি থানার সাদা পোশাকের পুলিশ।
লাগাতার পুলিশী অভিযানেও থামেনি অবৈধ মদের ব্যাবসা।এন জে পি থানার অন্তর্গত ফুলবাড়ি ১ ও ২ নম্বর অঞ্চলে বেশকিছু বাড়ি বাড়িতে এই কারবারে যুক্ত হয়েছে অসাধু ব্যবসায়ীরা।মাঝে মধ্যই গোপন সুত্রের খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়েও রুখতে পারছেনা এই অবৈধ মদের কারবার।এই ধরনের কিছু স্বার্থান্বেষী মানুষের অবৈধ কারবারে ক্ষতির সন্মুখিন হচ্ছে বর্তমান যুব সমাজ।
শুক্রবার ফের ফুলবাড়ি ১ নম্বর অঞ্চলের হরিপুর গোয়ালাবস্তির একটি বাড়িতে অভিযান চালায় এন জে পি থানার সাদা পোশাকের পুলিশ। ঐ বাড়ি থেকে প্রচুর পরিমানে অবৈধ দেশী বিদেশী মদ সহ নিউ জলপাইগুড়ি থানার পুলিশ গ্রেপ্তার করে দশরথ সাহা নামে এক ব্যাক্তিকে।ধৃতকে শনিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।