শিলিগুড়ি,২৪মে,গৌতম সিংহ: মৃত অজগর সাপ উদ্ধার কে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয় শিলিগুড়ি শহর সংলগ্ন ফুলবাড়ীর পশ্চিম ধনতলা এলাকায়। স্থানীয়সূত্রে জানা গেছে , সোমবার সকালবেলায় এক ব্যক্তি তার বাড়ির সামনে ,জঙ্গলে একটি অজগর সাপ দেখতে পান। এই ঘটনা জানাজানিি হতেই এলাকাবাসীরা অজগর সাপটিকে , জঙ্গল থেকে বের করতে গেলে দেখতে পান ,অজগর সাপটি মৃত অবস্থায় জঙ্গলে পড়ে রয়েছে।
এরপর তড়িঘড়ি খবর দেওয়া হয় ডাবগ্রাম বনবিভাগের রেঞ্জ অফিসে। সেখান থেকে ছুটে আসেন বন বিভাগের কর্মীরা এবং মৃত সাপ টিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য ।পাশাপাশি কিভাবে মৃত্যু হয়েছে সাপটির তা জানতে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বন বিভাগ।