জাহিরুল হক,৪জুলাই,শিলিগুড়ি: চুরি যাওয়া সামগ্রী সহ এক কুখ্যাত দুস্কৃতিকে গ্রেপ্তার করলো শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এর এনজেপি থানার পুলিশ।১২ ই জুন রাত্রে বাড়ির জানালা ভেঙ্গে একটি চুরির ঘটনা ঘটে পশ্চিম ভক্তিনগর এলাকায়।১৩ই জুন এনজেপি থানায় চুরি সংক্রান্ত একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় সেই পরিবারের পক্ষ থেকে।
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। শনিবার এন জে পি নেতাজী মোড় থেকে সেই চুরির ঘটনায় অভিযুক্ত দেবাশিষ দাসকে গ্রেপ্তার করল পুলিশ।তার কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি ডেভিড কার্ড, ক্রেডিট কার্ড,প্যানকার্ড,আধার কার্ড ও একটি মোবাইল ফোন।উদ্ধার হওয়া সমস্ত কিছুই চুরির সামগ্রী বলে জানাগেছে।
নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ সুত্রে জানাগেছে ধৃত দেবাশিষ দাস দির্ঘদিন ধরেই এমন অসামাজিক কাজ কর্মের সঙ্গে যুক্ত।এর আগেও চুরির অভিযোগে হাজতবাসও হয়েছিল তার।রবিবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।।