Saturday, December 9, 2023
Home আলিপুরদুয়ার বাঁচতে চাইছে ফালাকাটার দেবাশীষ

বাঁচতে চাইছে ফালাকাটার দেবাশীষ

প্রসেনজিৎ রাহা, ৮সেপ্টেম্বর, ফালাকাটা: বাঁচতে চাইছে দেবাশীষ, চোখের জল ঝরছে বাংলার মায়ের, দেবাশীষ কে বাঁচাতে পারি একমাত্র আমরাই, নিচ্ছে শপথ উত্তরবঙ্গ,পাশে থাকবেন তো আপনি? যেভাবেই হোক বাঁচাতেই হবে দেবাশীষকে। প্রতিজ্ঞাবদ্ধ আমরাও। বাঁচতে চাইছে দেবাশীষ, দেবাশীষ কে বাঁচাতে এই মুহূর্তে প্রয়োজন প্রচুর অর্থের। চোখে জল নিয়ে অসহায় বাবা-মা। আত্মীয় পরিজনদের পাশাপাশি বন্ধুবান্ধব ও প্রিয় মানুষজন এখন নতুন লড়াইয়ে, বাঁচাতে হবে দেবাশীষকে।

দেবাশীষ চন্দ, বাবার নাম কমল চন্দ্র, মায়ের নাম দীপা চন্দ, দেবাশীষের বয়স 24 বছর, বাড়ি আলিপুরদুয়ার জেলার ফালাকাটার মুক্তি পাড়া এলাকায়, পহেলা সেপ্টেম্বর মুক্তিপারা কুচিনা শোরুম এর সামনে দেবাশীষ দুর্ঘটনার শিকার হয়, একটি মোটর বাইক এবং ইরিক্সার মাঝে পড়ে গুরুতর জখম হয় দেবাশীষ, পা এবং মাথায় গুরুতর আঘাত লাগে তার, রক্ত জমাট বেধে যায় মাথার বিভিন্ন জায়গায়, মাটিতে লুটিয়ে পড়ে দেবাশীষ।

প্রথমে দেবাশীষকে নিয়ে যাওয়া হয়েছিল ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে, সেখানে দুদিন চিকিৎসা করার পর কোন সুফল না মেলায় দেবাশীষকে নিয়ে যাওয়া হয় কোচবিহার মিশন নার্সিংহোমে, সেখানে দুদিন চিকিৎসা হয় এবং প্রায় 40 হাজার টাকা খরচ হয়, লাভ হয়নি, সাড়া দিচ্ছিলো না দেবাশীষ, সেখান থেকে দেবাশীষকে পাঠানো হয় ডক্টর পিকে সাহা হাসপাতালে, অর্থাৎ শিলা নার্সিংহোম, সেখানে চারদিন চিকিৎসার পর দেবাশীষের জন্য খরচ হয় প্রায় দুই লক্ষ টাকা, সবশেষ, অর্থহীন হয়ে পড়ে চন্দ পরিবার।

অপরদিকে দেবাশীষ কিছুতেই সাড়া দিচ্ছে না, অবশেষে বড়োসড়ো চ্যালেঞ্জ নিল তরুণ প্রজন্ম, এ এক জীবন বাঁচানোর লড়াই, সোশ্যাল মিডিয়া কে কাজে লাগিয়ে হাতজোড় করে দেবাশীষের জন্য অর্থ সংগ্রহের লড়াই। চ্যালেঞ্জ বাঁচাতেই হবে দেবাশীষকে। শিলা নার্সিংহোম থেকে এবার দেবাশীষকে নিয়ে যাওয়া হল শিলিগুড়ির মলয় চক্রবর্তীর নার্সিংহোমে।

মঙ্গলবার তাকে ভর্তি করা হয় শিলিগুড়ির স্টেশন ফিডার রোডের ওই নার্সিংহোম টিতে। আমরা জানি প্রচুর খরচ। একদিনেই 70 হাজার টাকা খরচ হয়ে গেছে দেবাশীষ কে বাঁচাতে শিলিগুড়ির ঐ নার্সিংহোমে চিকিৎসা করাতে। কিন্তু তাই বলে কি হার মেনে যাব আমরা? বাংলা হারেনা। বাংলাই তো দেশকে চলতে শেখায়। চ্যালেঞ্জ নিয়েছে বাংলা।সুস্থ হবে দেবাশীষ।

জোগাড় হবে চিকিৎসার সমস্ত অর্থ। খালি হাত জোড় করে ভগবানের কাছে প্রার্থনা আর যথাসাধ্য অর্থ যদি দেবাশীষকে বাঁচানোর জন্য তুলে দিতে চান তাহলে Gpay, Phone Pay, বা Ptm করতে পারেন এই number এ 9563021449….. আপনার দেওয়া এক টাকা বাঁচাতে পারে দেবাশীষকে, কারণ এক এক টাকা করেইতো তৈরি হবে 100 টাকা।তারপর হাজার টাকা।তারপর লক্ষ টাকা। আর সেই টাকা দিয়েই এই জীবন মৃত্যুর যুদ্ধে দেবাশীষ কে বাঁচানোর চেষ্টা করবে ওর পরিবার ও শুভানুধ্যায়ীরা।

আসুন না এগিয়ে, বাংলার একটি মায়ের কোল ভরে রাখি। মানুষ তো মানুষের জন্যই বলুন। বাড়িয়ে দেবেন তো আপনার হাত? আপনার আশীর্বাদের অপেক্ষায় দেবাশীষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

একের পর এক বেআইনি নির্মাণ ভাঙা হচ্ছে শিলিগুড়িতে।

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি ২৫ নভেম্বরঃ ফের অবৈধ নির্মাণ ভেঙে দিল শিলিগুড়ি পুর নিগমএকের পর এক শহরে গজিয়ে ওঠা অবৈধ নির্মাণের বিরুদ্ধে সরব হয়েছে শিলিগুড়ি...

ভয়া*বহ আ*গুন আসানসোলের কুলটি স্টেশনে।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা ২৫ নভেম্বরঃ শনিবার সকালে ভয়াবহ আগুন লেগে গেল আসানসোলের কুলটি স্টেশনে। আসানসোল রেল ডিভিশন সূত্রে দাবি, এই ঘটনায় কোন হতাহতের খবর...

এ এক আশ্চর্য রহস্য! জিপিএস সিগন্যাল হারিয়ে ফেলছে ভারতীয় বিমান!

নিজস্ব সংবাদদাতা, কলকাতা ২৫ নভেম্বরঃ মধ্যপ্রাচ্যের আকাশে জিপিএস সিগন্যাল হারিয়ে ফেলছে ভারতীয় বিমানগুলো, ঘনাচ্ছে রহস্য।এ এক আশ্চর্য রহস্য! মধ্যপ্রাচ্যের আকাশে ওড়ার সময় অনেক ক্ষেত্রেই জিপিএস...

গোষ্ঠীকোন্দল মেটাতে বঞ্চিত’দের কাছে টানলেন মমতা!

নিজস্ব সংবাদদাতা,কলকাতা ২৪ নভেম্বরঃ 'বঞ্চিত’দের কাছে টানলেন মমতা, লোকসভার আগে গোষ্ঠীকোন্দল মেটাতে আসরে তৃণমূল নেত্রী।সামনেই লোকসভা ভোট। তাঁর আগে জেলায় জেলায় কর্মীদের অন্তর্কলহ প্রকাশ্যে...

Recent Comments