ফ্ল্যাশমিডিয়ানিউজ ডেস্ক,২৪জুলাই,শিলিগুড়ি: করোনার পর ডেল্টা ভেরিয়েন্ট। কোন কিছুই পিছু ছাড়ছে না আমাদের। এবার ডেল্টা থাবা বসিয়েছে আমাদের প্রতিবেশী রাজ্য সিকিমে।সিকিমে করোনার ডেল্টা ভাইরাসের হানার জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল শিলিগুড়িতে সিকিম ন্যাশনালাইজড ট্রান্সপোর্ট -এর টার্মিনাস। এর ফলে বৃহস্পতিবার থেকে সিকিমগামী গণপরিবহণ কার্যত বন্ধ হয়ে গেল ।
সিকিমে যাতায়াতের ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছে দার্জিলিং এবং কালিম্পং জেলা প্রশাসনও। এসএনটি সূত্রে জানা গিয়েছে, অধিকাংশ বাস চালকেরই ভ্যাকসিনের ডাবল ডোজ নেওয়া নেই। তাছাড়া ৭২ ঘণ্টা অন্তর আরটি-পিসিআর টেস্ট করানোও কার্যত সমস্যার হয়ে দাঁড়িয়েছে।আর এই কারনেই শিলিগুড়ির এসএনটি টার্মিনাস থেকে সিকিমে যাতায়াতকারী ২৬টি বাসই অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এস এন টি।
রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশ প্রতিদিন ‘আরটি-পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট নিয়ে যাত্রী পরিবহন করতে হবে। কিন্তু এসএনটির বাস চালকদের বক্তব্য প্রত্যেকদিন আরটি-পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট নিয়ে যাত্রী পরিবহণ সম্ভব নয়। তাছাড়া কোভিড পরিস্থিতিকেও গুরুত্ব দিতে হচ্ছে। তাই কিছুদিনের জন্য বাস চলাচলই বন্ধ রাখছে সিকিম।’ অপরদিকে সিকিমে ডেল্টা ভ্যারিয়েন্টের খবর পাওয়ার পর থেকেই সিকিম থেকে আসা পর্যটক ও সিকিমগামী মানুষজনের উপরে নজরদারি শুরু করেছে রাজ্য সরকার।
কালিম্পং চেকপোস্টে সিকিম থেকে আসা শ্রমিক ও পর্যটকদের কোভিড সংক্রান্ত নথিপত্র খুঁটিয়ে দেখা হচ্ছে। নথিপত্রের সবকিছু ঠিকঠাক থাকলেই তবে রাজ্যে প্রবেশের অনুমতি মিলছে।অন্যদিকে, সিকিমের কাছে মল্লি ব্রিজের সিকিম চেকপোষ্টে একইভাবে পর্যটক ও পরিযায়ী শ্রমিকদের কোভিড সম্পর্কিত স্ক্রিনিং টেস্ট এবং যাবতীয় তথ্য চেক করে তাদের সিকিম রাজ্যে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।
ফলে এটা বলাই যায় সিকিমে ৯৭ জনের দেহে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে চরম সতর্কতা ব্যবস্থা গ্রহণ করল রাজ্য প্রশাসন। কারণ কোনোভাবেই যাতে সিকিম থেকে বাংলায় ঢুকতে না পারে ডেল্টা ভ্যারিয়েন্ট।