পরিমল রায়,৬জুলাই,শিলিগুড়ি: জাতীয় সড়কে ই—রিস্কা চলাচল বন্ধ করার দাবি জানিয়ে মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা শাসকের করনে মহকুমা শাসককে স্বারকলিপি দিল সিটিঅটো এবং ম্যাক্সি ক্যাব চালকেরা৷ সিটিঅটো এবং ম্যাক্সি ক্যাব চালক মালিকদের অভিযোগ করোনা অতিমারীর জন্য করোনার প্রথম ঢেউ থেকে দ্বিতীয় ঢেউ এই দীর্ঘদিন ধরে ছিল লকডাউন ও সরকারি বিধিনিষেধ৷ সেই সময় বন্ধ ছিলো সিটিঅটো সহ সমস্ত গনপরিবহন৷
সরকারি বিধি নিষেধ মেনে চলছে হাট—বাজার, খুলছে দোকান—পাট, বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। সব মিলিয়ে করোনা অতিমারীর জন্য রাস্তায় মানুষজন কম ৷ সরকারি বিধি নিষেধ মেনে গনপরিবহন চালু হলেও ভাড়া মিলছে না সিটি অটো এবং ম্যাক্সি ক্যাব চালকদের৷ তাদের অভিযোগ জাতীয় সড়কে ই—রিক্সা চলার জন্য সিটি অটো এবং ম্যাক্সি ক্যাব চালকেরা ভাড়া পাচ্ছেন না৷ শহরে প্রতিনিয়ত বাড়ছে ই—রিক্সার সংখ্যা৷ নম্বরপ্লেট ছাড়াই জাতীয় সড়কে চলাচল করছে ই রিক্সা৷
অন্য দিকে সিটি অটো এবং ম্যাক্সি ক্যাবচালকেরা ভাড়া পাচ্ছে না৷ তার ফলেই সিটিঅটো এবং ম্যাক্সি ক্যাব চালকেরা গাড়ির কিস্তি দিতে পারছেন না৷ গাড়ি ভাড়া না থাকায় তাদের সংসার চালাতে হিমসিম খেতে হচ্ছে৷ আর এই কারনেই জাতীয় সড়কে ই—রিক্সা বন্ধ করার দাবি জানিয়ে মহকুমা শাসককে স্বারকলিপি জমা দেন তারা৷ চালকেরা জানিয়েছেন যদি তাদের দাবি পুরন না হয় ভবিষ্যতে তারা আরো বড় আন্দোলনে নামবেন।