পরিমল রায়,১৯জুলাই, শিলিগুড়ি: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধিনে থাকা সমস্ত কলেজের স্নাতক স্তরের ছাত্র—ছাত্রীদের এনরোলমেন্ট ফি মুকুবের দাবিতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে রেজিস্টার অফিসের সামনে বিক্ষোভে সামিল হয় ফি প্রতিরোধী ছাত্র কমিটি৷ সোমবার এনরোলমেন্ট ফি মুকুবের দাবিতেই বিক্ষোভে সামিল হয় তারা৷ ফি প্রতিরোধী ছাত্র কমিটির ছাত্র—ছাত্রীদের দাবি গোটা দেশে শুরু হয়েছে করোনা অতিমারী৷
করোনার জেরে বিগত দেড় থেকে দু বছর ধরে বন্ধ আছে বিশ্ববিদ্যালয় হস সমস্ত কলেজের পঠন—পাঠন৷ এসময় দেশে দেখা দিয়েছে অর্থনৈতীক সংকট৷ এই পরিস্থিতিতে ছাত্র—ছাত্রীরা ও তার পরিবার সংসার চালাতে হিমশিম খাচ্ছে তার উপর কলেজ ফি৷ অনেকটাই সমস্যায় পরেছে ছাত্র—ছাত্রীরা৷
তারা আরো জানিয়েছে যে, এর আগেও এই দাবিতে রেজিস্টারর অফিসের সামনে বিক্ষোভ করেছে তারা ৷ তার পর কতৃপক্ষ বিঞ্জপ্তি দিয়ে জানিয়ে দেয় যে বিপিএল কার্ড এবং এসডিও কতৃক ইনকাম সার্টিফিকেট জমা দিলে এনরোলমেন্ট ফি সহ সমস্ত ফি মুকুব করা হবে৷ তার পরেও বিষয়ে কতৃপক্ষের পক্ষ থেকে কোনো তালিকা প্রকাশ করা হয় নি ৷ তাই তারা এনরোলমেন্ট সহ অন্যান্য ফি মুকুবের দাবিতে সোমবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভে সামিল হয়৷