পরিমল রায়,২৯জুন, শিলিগুড়ি: দীর্ঘক্ষন লাইনে দাঁড়িয়ে থেকে করোনা টিকা দিতে এসে সময় মতো করোনা টিকাকরন শুরু না হওয়ার জন্য বিক্ষোভ শিলিগুড়িতে ৷ মঙ্গলবার শিলিগুড়ি পুর নিগমের ২৩নম্বর ওয়ার্ডের মাতৃ সদনের সামনে বিক্ষোভ করেন টিকা দিতে আসা মানুষরা৷ করোনার দ্বিতীয় ঢেউয়ে করোনা ভ্যারিয়েন্ট রূপ বদলে ডেল্টাপ্লাস হয়ে আসসে বলে জানিয়েছেন কেন্দ্রীয়া স্বাস্থ্য বিশেষজ্ঞরা ৷
তার আগে টিকাকরন এর কাজ শেষ করার প্রয়াস চালাচ্ছে স্বাস্থ্যমন্ত্রালয়৷ এই সময় দেশের সমস্ত প্রান্তে শুরু হয়েছে করোনা টিকাকরন৷ এই সময় মানুষ করোনা সংক্রমনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য টিকা নেওয়ার জন্য আসছেন স্বাস্থ্য কেন্দ্র গুলিতে ৷ ভোর থেকে লাইনে দাড়িয়ে থাকছেন তারা৷
মঙ্গলবার শিলিগুড়ি মাতৃ সদনে ভোর থেকে লাইনে দাঁড়িয়ে ছিলেন প্রচুর মানুষ করোনার টিকা দেওয়ার জন্য৷ সময় মতো স্বাস্থ্য কর্মীরা না আসার জন্য বিক্ষোভ করেন তারা ৷ মাতৃ সদনের টিকা নিয়ে বিক্ষোভের খবর শুনে ঘটনাস্থলে পৌছায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পুলিশ৷পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে৷