শিলিগুড়ি,১লা জুন গৌতম সিংহ: প্রচুর অবৈধ নেশার সামগ্রী সহ দুই ব্যাক্তিকে গ্রেপ্তার করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এন জে পি থানার সাদা পোশাকের পুলিশ।গোপন সুত্রের খবরের ভিত্তিতে সোমবার রাত্রে এন জে পি থানার অন্তর্গত গোরামোর থেকে নেশার ঔষধ সহ ঐ দুই কুখ্যাত অপরাধিকে গ্রেপ্তার করে এন জে পি থানার সাদা পোশাকের পুলিশ।ধৃতদের কাছ থেকে প্রায় ৭০ হাজার টাকার অবৈধ নেশার ঔষধ উদ্ধার করেন তারা।
নেশায় মত্ত যুব সমাজ।বর্তমানে গাঁজা,ব্রাউন সুগার সহ নেশার ভিভিন্ন ঔষধে বর্তমানে আশক্ত যুব সমাজের একাংশ। অনেকে নেশার খপ্পরে পরে মানসিক ভারসাম্য হারিয়েছেন।পুলিশ লাগাতার এই ধরনের নেশার বিরুদ্ধে অভিযানে সামিল হলেও হাল ফেরাতে পারেনি এই যুব সমাজকে। তবে যুব সমাজকে নেশায় জগতে ঠেলে দিতে সব থেকে যারা বেশি উৎসাহিত করছে তারা হল এক শ্রেনীর অসাধু ড্রাগস ব্যাবসায়ী।তাদের সাহায্যেই যুব সমাজের হাতে এসে পৌছে যাচ্ছে এই ধরনের নেশার সামগ্রী।
সোমবার আরোও একবার এমনই দুই অপরাধী কে গোরামোর থেকে গ্রেফতার করল নিউ জলপাইগুড়ি পুলিশ।দেব কুমার দাস ও অনিল মাহাতো নামে দুই অসাধু ব্যাবসায়ীর বাড়ি পশ্চিম ধনতলা ও মাটিগাড়ায়।পুলিশ সুত্রে জানাগেছে দেব কুমার দাস দির্ঘ সময় ধরেই ডেভিড,দেবা, দেবরাজ সহ বিভিন্ন ভুয়ো নাম ব্যাবহার করে এই ব্যাবসা চালাতো।দির্ঘদিন ধরেই পুলিশ এদের খোঁজ চালাচ্ছিল।মঙ্গলবার ধৃত দুই ব্যাক্তিকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।