প্রসেনজিৎ রাহা, ১৩সেপ্টেম্বর, শিলিগুড়ি: দেবের আগামী ছবি ‘কিশমিশ’। আদ্যপান্ত এই প্রেমের ছবিতে দেবের বিপরীতে দেখা যাবে রুক্মিনীকে। কিছুদিন আগেই কলকাতায় এই ছবির প্রথম পর্বের শুটিং শেষ করেছে টিম। এবার দার্জিলিংয়ে শুরু হল ছবির দ্বিতীয় পর্বের শুটিং।
রবিবার দুপুরে বাগডোগরা বিমানবন্দরে নামেন দেব। বিমানবন্দরের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন ‘পাহাড়ে শুটিং করতে ভালো লাগে। পাহাড় আমার কাছে খুব লাকি। পাহাড়ে যতবার আমার ছবির শুটিং হয়েছে সেই সব ছবি সুপার হিট হয়েছে। আর পাশাপাশি পাহাড়ের আবহাওয়া ভালো লাগে।’ বিমানবন্দর থেকে সড়ক পথেই দার্জিলিংয়ের পথে রওনা দেন অভিনেতা। আগামী দশদিন দার্জিলিংয়েই শ্যুট করবেন অভিনেতা।কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল এই ছবির টিজার। টিজারে দেখা গিয়েছিল, ছবিতে দেব একজন ছাত্র, তাঁর নাম কৃশানু, যে পড়াশুনায় একদমই ভালো নয়। তার স্বপ্ন সে বিয়ে করবে রোহিনীকে। কিন্তু রোহিনী তাকে বিশেষ পাত্তাই দিচ্ছে না। ছবিতে রোহিনী হলেন রুক্মিনী। তবে কলেজ স্টুডেন্টের পাশাপাশি প্রাপ্ত বয়স্কের লুকেও দেখা গেছে দেবকে। পোস্টারে চারধরনের লুকে দেখা গেছে দেবকে। একটি লুকে দেবকে দেখে মনে হচ্ছে তিনি ঘোর সংসারী। চরিত্রের খাতিরে এর আগেও গোঁফ রেখেছেন অভিনেতা, কিন্তু এবারের লুক একেবারেই আলাদা। যেখানে তাঁর পরনে ছিল পাঞ্জাবি আর শাল। এছাড়াও দেবকে দেখা যাচ্ছে প্রফেশনাল লুকে, তাঁর হাতে একটি বই রয়েছে। এখন এটাই দেখার নিজের লাকি জায়গা দার্জিলিং পার্বত্য এলাকায় শুটিংয়ের পর সিনেমা রিলিজ হলে আখেরে সত্যিই কি হিট হয় দেব রুক্মিণী অভিনীত কিশমিস!