জয়া রায়,২৮জুন,শিলিগুড়ি: ভ্যাকসিন নিয়ে যখন রাজ্য সরগরম, সেই সময় রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ তৃণমূলের বিরুদ্ধে কাটমানি এবং সিন্ডিকেট রাজ এর অভিযোগ তুললেন।সোমবার শিলিগুড়ি বিজেপির দলীয় কার্যালয় জয়মনি ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর একাধিক ক্ষোভ উগরে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
শনিবার তিনদিনের উত্তরবঙ্গ সফরে আসেন দিলীপ ঘোষ। এরপর দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার জেলা বিজেপির নেতা-নেত্রীদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। সোমবার শিলিগুড়ির বিজেপির দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলিপ ঘোষ জানান, কেন্দ্র বিনামূল্যে ভ্যাকসিন দিলেও রাজ্য ভ্যাকসিন নিয়ে কালোবাজারি ব্যবসা করে চলেছে। রাজ্যের প্রত্যেকটি মানুষের জন্য বিনা পয়সায় ভ্যাকসিন আসলেও মানুষকে টাকা দিয়ে ভ্যাকসিননিতে হচ্ছে।
পাশাপাশি বিজেপি রাজ্য সভাপতি আরো অভিযোগ করে বলেন, কলকাতার ভুয়ো ভ্যাকসিন কান্ডে গ্রেফতার হওয়া দেবাঞ্জন দেব এর ঘটনা নিয়ে সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি।সুদীপ্ত সেনকে সামনে রেখে অনেকে করে খেয়েছে।আজকের সাংবাদিক বৈঠকে রাজ্যে ভাগ নিয়ে তোলপাড়ের বিষয়ে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি জানান, উত্তরবঙ্গের মানুষ সিপিএম আমল থেকেই বঞ্চিত নানান দিক থেকে, তৃণমূল কংগ্রেস আসার পরেও উত্তরবঙ্গের মানুষের কথা ভাবেননি মুখ্যমন্ত্রী।
আর সেই কারণেই উত্তরবঙ্গের মানুষ এখন বিজেপি কে চাইছে। কিন্তু বিজেপি রাজ্য ভাগ নিয়ে কখনোই একমত নয়। সাংসদ এবং বিধায়করা যে মন্তব্য করেছেন তা তাদের ব্যক্তিগত মতামত বলেই দাবি করেন বিজেপির রাজ্য সভাপতি।দিলীপের ঘোষের এমন মন্তব্যের পর গৌতম দেব জানান, দিলীপ ঘোষ ভুল তথ্য দিচ্ছেন।কোথাও রাজ্য সরকার অর্থের বিনিময়ের টিকা দিচ্ছেনা।