জহিরুল হক,২১আগস্ট, শিলিগুড়ি: তালিবানি রাজত্ব চলছে এইরাজ্যে।বিরোধিদের ক্ষমতা খর্ব করার চেষ্টা করছে রাজ্যের সরকার।শহীদ সন্মান যাত্রায় অংশ গ্রহন করতে এসে এমনই মন্ত্যব্য করলেন বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।
রাজ্যে শহীদ সন্মান যাত্রা কর্মসুচি গ্রহন করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। তবে করোনা সংক্রমন কালে কোন ভাবেই এমন জমায়েত বা যাত্রাকে প্রশ্রয় নয়।তাই জমায়েতের আগেই নেতা কর্মিদের বিরুদ্ধে আইনি ব্যাবস্থা গ্রহন করছে পুলিশ প্রশাসন।তবে রাজ্য সরকারের তুঘলুকি আইনকে মানতে নারাজ বিজেপি।তাই রাজ্যের নিয়মের উর্ধ্বে গিয়ে শহীদ সন্মান যাত্রা সংগঠিত করতে তৎপর তারা।
শিলিগুড়িতে কেন্দ্রিয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের উপস্থিতিতে এই শহীদ যাত্রা করতে অসফল হয় বিজেপি।তবে তাদের কর্মসুচি দলের সিদ্ধান্ত অনুযায়ী চলবে, তাই দলের সিদ্ধান্ত মেনে উত্তরবঙ্গের জলপাইগুড়ি,কুচবিহার,সহ সমস্থ জেলায় শহীদ সন্মান যাত্রা অনুষ্ঠিত হবে বলেই জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
শনিবার তাতেই যোগ দিতে কলকাতা থেকে রেলপথে এনজেপিতে হাজির হন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।তিনি জানান,এই রাজ্যে তালিবানি রাজত্ব চালাচ্ছে তৃনমুল সরকার।তবে মানুষ এর জবাব দেবে।