জহিরুল হক,১৭আগস্ট, শিলিগুড়ি: জমি নিয়ে বিবাদ।কুড়োল দিয়ে কোপ এক ব্যাক্তিকে। গুরুতর জখম হয়ে শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন ঐ ব্যক্তি।জমির সীমানা প্রাচীর দিতে গিয়ে বিবাদ বাধে প্রতিবেশীর সঙ্গে।প্রতিবেশীর কুড়োলের আঘাতে গুরুতর জখম হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সহদেব রায়।
অভিযোগ ফুলবাড়ি ২ নম্বর অঞ্চলের অন্তর্গত কাঞ্চন বাড়ির বাসিন্দা সহদেব রায় নিজের বাড়ির সীমানা প্রাচীর দিতে গেলে প্রতিবেশী বেশ কয়েকজন তার উপর চরাও হয়।তাকে কুড়োল দিয়ে মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পরে। তাকে বাচাতে গিয়ে আরোও এক ব্যাক্তি গুরুতর আহত হয়।
ঘটনার পরপরই আহত ব্যাক্তিকে চিকিৎসার জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।ইতিমধ্য পাঁচ জনের বিরুদ্ধে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।ঘটনার তদন্ত শুরু করেছে এন জে পি থানার পুলিশ।বাকিদের খোজে তল্লাশী শুরু করেছে পুলিশ।