সৈয়দ নিজাম, ২০সেপ্টেম্বর, জলপাইগুড়ি: জ্বর ও শ্বাসকষ্টর মাঝে এক শিশুর দেহে করোনা সংক্রমণের খবর পাওয়া গেলো। ঘটনায় করোনার তৃতীয় ঢেউ এর উদ্বেগ ছড়ালো জলপাইগুড়িতে।
জলপাইগুড়িতে করোনায় আক্রান্ত হলো এক শিশু। এই শিশুর সাথে তার মায়ের দেহেও করোনার সংক্রমণ ধরা পড়েছে। মা ও শিশু উভয়কে জলপাইগুড়ি নাইট শেল্টার কোভিড হাসপাতালে ভর্তী করা হয়েছে বলে জানিয়েছেন জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু।
ইতিমধ্যে শিশুদের মধ্যে ভাইরাল জ্বর শুরুর গোড়ার দিকে অর্থাৎ দিন আটেক আগে এক শিশুর দেহে করোনা সংক্রমণের খবর দিয়েছিল জেলা স্বাস্থ্য দপ্তর।
ফের নতুন করে আরও এক শিশুর দেহে করোনা সংক্রমণের খবর পাওয়ায় গত আট দিনে এই সংখ্যা বেড়ে দাড়ালো দুই এ। পাশাপাশি জেলা জুড়ে চলছে শিশুদের নানান উপসর্গ নিয়ে অসুস্থতার পালা। বিভিন্ন হাসপাতালে শতাধিক শিশু ভর্তি রয়েছে। মোটা বিষয়টির দিকে নজর রাখছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। তবে পরিস্থিতি ভয়াবহ নয় বলেই জানিয়েছেন জেলা স্বাস্থ্য আধিকারিকরা। তবে যে কোনো শিশুর মধ্যে জ্বর কাশি এবং অন্যান্য উপসর্গ দেখা দিলে তৎক্ষণাৎ চিকিৎসকদের পরামর্শ নিতে অনুরোধ করেছেন স্বাস্থ্য বিভাগের আধিকারিকেরা।