শিলিগুড়ি,২৪মে,প্রসেনজিৎ রাহা: এবার উত্তরবঙ্গেও কি ব্ল্যাক ফাঙ্গাসের থাবা। দক্ষিণবঙ্গের পর এবার উত্তরে নয়া মহামারীর লক্ষণ নিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি এক মহিলা আর সেই বিষয়টি নিয়েই আতঙ্কে চিকিৎসক মহল।
ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি হয়েছেন শিলিগুড়ির এক বাসিন্দা। তার বাড়ি শিলিগুড়ি প্রধান নগরে বলে জানা গিয়েছে। তবে এখনও তার রিপোর্ট আসেনি। তবে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাক্তাররা জানিয়েছেন, মহিলার শরীরে ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিসের উপসর্গ রয়েছে।মহিলাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। 24 ঘন্টা বিশেষ নজর দেওয়া হচ্ছে তার ওপর।
রবিবার উত্তরবঙ্গের পাবলিক অ্যান্ড হেলথের এর ওএসডি সুশান্ত রায় বলেন, এটা নতুন রোগ নয়।এর আগেও হয়েছে। ওই মহিলাকে ইএনটি বিভাগে ভর্তি করা হয়েছে।জানা গিয়েছে, ওই মহিলা কয়েকদিন আগে করোনায় সংক্রমিত হয়েছিলেন।সুস্থ হয়ে ওঠার পর চোখ, মুখ ফুলে যায়।এক চোখের দৃষ্টিশক্তিও কমে গিয়েছে। প্রায় ৫০ বছর বয়সী ওই মহিলার রিপোর্ট হাতে এলেই বিষয়টি পরিষ্কার হবে যে তিনি নতুন মহামারীর কবলে পড়লেন কিনা।