ফ্ল্যাশ মিডিয়া নিউজ ডেস্ক,১৩জুলাই, দিল্লী: করোনার দ্বিতীয় ঢেউ এখনও শেষ হয়নি। দেশজুড়েই তা সামাল দেওয়ার চেষ্টা করছে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি। তার মধ্যেই শিয়রে করোনার তৃতীয় ঢেউ।ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন অর্থাৎ IMA এর দাবি, ভারতের করোনার তৃতীয় ঢেউ অবশ্যম্ভাবী। তাই ধর্মীয় জমায়েতের মতো সুপার স্প্রেডার ইভেন্টগুলিকে থামাতে হবে। পাশাপাশি পর্যটকদের জমায়েত রুখতে হবে।
আই এম এর তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, যে কোনও অতিমারীর ক্ষেত্রে তৃতীয় ঢেউ আসে। গোটা দুনিয়ার পরিসংখ্যান তেমনটাই বলছে।করোনা রুখতে দেশজুড়ে ইতিমধ্যেই তিরিশ কোটিরও বেশি মানুষ ভ্যাকসিন পেয়ে গিয়েছেন। আগামী ৩ মাস ভ্যাকসিন কর্মসূচি চালিয়ে যাওয়া ও কড়া হাতে কোভিড প্রটোকল মেনে চললে এই ঢেউয়ের ক্ষমতা কিছুটা কমানো যেতে পারে।
এবার এইনিয়েই কেন্দ্রকে চিঠি দিয়ে জমায়েত ঠেকানোর অনুরোধও করেছে আইএমএ।সম্প্রতি দেখা গিয়েছে উত্তরাখণ্ড সরকার করোনা বিধিনিধেষ কিছুটা শিথিল করতেই সেখানকার পর্যটন স্থানগুলিতে মানুষের ঢল নেমেছে। এইনিয়ে তোলপাড় হয় নেট দুনিয়া। এনিয়ে আইএমএর বক্তব্য, পর্যটকদের জমায়েত, ধর্মীয় অনু্ঠান সবই হবে,কিন্তু তার জন্য আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে।
টিকাকরণ ছাড়াই ওই ধরনের অনুষ্ঠানে মানুষকে ছেড়ে দিলে তা তৃতীয় ঢেউয়ের সুপার স্প্রেডার হয়ে উঠবে। ফলে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের এই বক্তব্যে একটা জিনিস পরিষ্কার, আর কয়েকদিন বাদেই দুর্গাপুজো। এবারও মা আসবেন। কিন্তু ২০২১ সালের মতোই জাঁকজমক হীন করোনা বিধিনিষেধের লাল ফিতের ঘেড়ায় মা থাকবেন আমাদের থেকে দূরে দূরেই। কারণ গোটা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গ এখনো করোনার সাথে লড়াই করেই চলেছে।প্রতিদিন আক্রান্ত এবং মৃত্যুর ঘটনা অব্যাহত পশ্চিমবঙ্গেও। আর সেই কারণেই এইবছর দুর্গাপুজো টাও হয়তো আমাদেরকে কাটাতে হবে কোভিদ বিধি মেনেই।