জনার্দন রায়়,৬ আগস্ট,জলপাইগুড়ি: জলপাইগুড়ি সদর ব্লকের বারোপটিয়া গ্রাম পঞ্চায়েতের রংধামালির নতুন বস্তি এলাকায় চারটি হাতি তাণ্ডব চালালো শুক্রবার সকালবেলায়।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চারটি হাতির দল এলাকায় ঢুকে বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করেছে। এলাকায় হাতির ঢোকার সাথে সাথে স্থানীয় বাসিন্দারা খবর দেন জলপাইগুড়ি কোতোয়ালি থানায় এবং বনদপ্তর কে।
জলপাইগুড়ি কোতোয়ালি পুলিশ এবং বনকর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে হাতি তাড়ানোর চেষ্টা শুরু করেন। হাতিগুলোকে বৈকন্ঠুপুর বনবিভাগের বোদাগঞ্জ ফরেস্টে ফিরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এদিকে বুনো হাতির দলকে দেখার জন্য অসংখ্য মানুষ ভিড় জমিয়েছেন জলপাইগুড়ির রংধামালির নতুন বস্তি এলাকায়
গ্রামবাসীরা জানান হাতির দলটি এখনও এলাকায় রয়েছে। বনদপ্তরের পক্ষ থেকে মানুষকে দূরে সরে যাওয়ার জন্য মাইকিং করে প্রচার করা হচ্ছে।
বনদপ্তরের বৈকুন্ঠপুর ডিভিশনের সহকারি ডিভিশনাল অফিসার মঞ্জুলা তির্কী বলেন, যেহেতু প্রচণ্ড রোদ রয়েছে এজন্য দিনের আলোতে হাতিগুলোকে জঙ্গলে ফেরানো সম্ভব হবে না।
তাই সন্ধ্যে নামলেই হাতির দলকে ফের বৈকুন্ঠপুর জঙ্গলে ফেরত পাঠানোর চেষ্টা করা হবে। গ্রামের যে কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থাও করা হবে বলে তিনি জানান। তবে এলাকাতে হাতি এখনো থাকায় সাধারণ মানুষের মধ্যে রয়েছে আতঙ্ক।