জনার্দন রায়,৪আগস্ট,জলপাইগুড়ি: অফিস থেকে বাড়ি ফেরার পথে অ্যাসিড হামলার ঘটনা ঘটল এক যুবকের ওপর। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি শহরের কলেজপাড়া এলাকায়। ঘটনায় গুরুতর জখম হয়েছেন শুভময় চক্রবর্তী নামে ওই যুবক।
জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের মোহিতনগর এলাকার বাসিন্দা শুভময় চক্রবর্তী। জলপাইগুড়ি জেলাশাসকের দপ্তরের কর্মী শুভময় বাবুর অভিযোগ, অফিস থেকে বাড়ি ফেরার সময় আচমকাই তাঁর ওপর অ্যাসিড ছুড়ে মারে কয়েকজন দুষ্কৃতী। যদিও তাদের কাউকেই দেখতে পাননি তিনি। ঘটনায় তাঁর পিঠ ও হাতের বিভিন্ন অংশ পুড়ে গেছে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।
যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শুভময় বাবু। আহত যুবকের নিকট আত্মীয় পুলক বক্সি বলেন, জলপাইগুড়িতে এমন ঘটনা এর আগে কখনও ঘটেনি।
এসিড হামলার অভিযোগ পেয়ে
ঘটনার তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। তবে এখনো পর্যন্ত দুষ্কৃতীদের চিহ্নিত করতে পারেনি পুলিশ।